সাকিবরা ফিরলেও দুবাইয়ে লড়ছেন জিয়ারা

দুবাইয়ে বাংলাদেশ ক্রিকেট ও দাবা দল একই সময়ে অবস্থান করছিল। ক্রিকেট দল এশিয়া কাপের সুপার ফোরে উঠতে না ফিরে আজ দেশে ফিরেছে। অন্য দিকে দাবার বোর্ডে এখনো লড়ে যাচ্ছেন জিয়া-সুমনরা।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অনুষ্ঠানরত ২২তম দুবাই ওপেন দাবা প্রতিযোগিতায় সপ্তম রাউন্ড শেষে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৭ খেলায় সাড়ে চার পয়েন্ট করে, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ সাড়ে তিন পয়েন্ট করে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান তিন পয়েন্ট করে পেয়েছেন।
সপ্তম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়া ভারতের গ্র্যান্ড মাস্টার ইনিয়ান পি কাছে হেরে যান। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ফিদে মাস্টার পরাগকে পরাজিত করেন। ফিদে মাস্টার তৈয়ব উজবেকস্তানের সাবিরোভা শাকনোজার সাথে ড্র করেন ও ফিদে মাস্টার তাহসিন ভারতের এস রোহিতের কাছে হেরে যান। অষ্টম রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার জিয়া শ্রীলংকার ফিদে মাস্টার লিয়াঙ্গে রানিনদু দিলশানের সাথে, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার সুরাদলি মোহাম্মদের সাথে, ফিদে মাস্টার পরাগ ভারতের ফিদে মাস্টার রোহিত কৃষ্ণার সাথে, ফিদে মাস্টার তাহসিন ভারতের ফিদে মাস্টার জোয়েল পল গান্টার সাথে ও ফিদে মাস্টার তৈয়ব সংযুক্ত আরব আমিরাতের ফিদে মাস্টার আহমেদ ফারিদের সাথে খেলছেন।
এজেড/এইচএমএ