আবাহনীর গোলবন্যার দিনে জিতল মোহামেডানও

প্রিমিয়ার ফুটবল লিগের একই দিনে গোল উৎসব করেছে ঢাকা আবাহনী লিমিটেড এবং জয় নিয়ে মাঠ ছেড়েছে আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের আরেক মাচে শেখ জামালকে রুখে দিয়েছে আগের ম্যাচে মোহামেডানকে হারানোর ফর্টিস এফসি। দশ জন নিয়ে ম্যাচটি ১-১ গোলে ড্র করে ফর্টিস।
শুক্রবার ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফয়সাল আহমেদ ফাহিম ও এলিটা কিংসলের জোড়া হ্যাটট্রিকের সুবাদে ঢাকা আবাহনী ৭-০ গোলে হারিয়েছে উত্তরা আজমপুর এফসিকে। দলের হয়ে বাকি গোলটি করেন নাবীব নেওয়াজ জীবন। এই জয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থান অক্ষুন্ন রাখল ঢাকার আকাশী হলুদ শিবির। সমান ম্যাচে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতেই আজমরপুর।
অন্যদিকে, আগের ম্যাচে ফর্টিসের কাছে হারের হতাশা ভুলে জয়ের ধারায় ফিরেছে মোহামেডান। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে হারায় রহমতগঞ্জকে। জয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন শাহরিয়ার ইমন। এই জয়ে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে উঠে এসেছে সাদা কালোরা। ম্যাচে জেতায় অনেকটাই ঢাকা পড়ে গেছে কোচ মানিকের ক্লাব ছাড়ার বিষয়টি। নয় পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে রহমতগঞ্জ।
রাজশাহীতে দিনের আরেক ম্যাচে ১৯ মিনিটে ফর্টিসের একটি ফ্রি কিকে বক্সে জায়গা দখলকে কেন্দ্র করে জামালের প্যারাগুয়ের ডিফেন্ডার জর্জ আগুইলার মিরান্ডাকে ঘুষি মেরে বসেন আফগান স্ট্রাইকার আমীরুদ্দিন শরীফি। রেফারি লাল কার্ড দেখান শরীফিকে। দশজনের দল নিয়েও সজুব ফর্টিসকে এগিয়ে দেন। তবে দশজনের নবাগতদের পেয়ে ম্যাচের অন্তিম সময়ে নদিরবেকের গোলে ম্যাচে সমতা ফেরায় শেখ জামাল। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে শেখ জামাল। ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ফর্টিস।
এজেড/এনইআর