কিংসের জয়, পুলিশের ড্র

আবু নাইম সোহাগের নিষেধাজ্ঞা ইস্যুতে চাপা পড়েছে প্রিমিয়ার লিগের ম্যাচ। আজ (শনিবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগের দু’টি ম্যাচ ছিল। কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ৪-১ গোলে ফর্টিজ এফসিকে পরাজিত করেছে। এই জয়ে বসুন্ধরা কিংস ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে।
দ্বিতীয় লেগে আজমপুরের সঙ্গে ড্র করে শুরু করেছিল বসুন্ধরা কিংস। দ্বিতীয় ম্যাচেই দুরন্ত গতিতে ফিরেছে অস্কারের শিষ্যরা। কিংসের অধিনায়ক রবসন ৩৩তম মিনিটে ও প্রথমার্ধের ইনজুরি সময়ে জোড়া গোল পূর্ণ করেন। দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে।
দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করেন কিংসের আরেক ব্রাজিলিয়ান ডরিয়েল্টন। ৫৯ ও ৭০ মিনিটে দুই গোল করেন এই ফরোয়ার্ড। ম্যাচ শেষ হওয়ার মিনিট খানেক আগে ফর্টিজ একটি সান্ত্বনাসূচক গোল করে।
কুমিল্লা স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে মোহামেডান ও পুলিশের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের ১০ মিনিটে পুলিশ লিড পায়। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে পুলিশ বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে ম্যাচে সমতা আনেন মোহামেডানের শাহরিয়ার ইমন। এই ড্রয়ে পুলিশ ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর সমান সংখ্যক ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে পঞ্চমে।
এজেড/এফআই