একটায় পৌঁছালেন নেপাল, সাড়ে তিনটায় অনুশীলনে জামাল

কাঠমান্ডুগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট ছিল সকাল সাড়ে দশটায়। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী ঢাকায় এসেছেন আজ (সোমবার) সকালে। ভিভিআইপি মুভমেন্ট থাকায় কাঠমান্ডু গামী বিমানের ফ্লাইট ঘণ্টা দেড়েক বিলম্ব হয়।
কাঠমান্ডু সময় দুপুর একটায় পৌঁছেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। স্থানীয় সময় দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলনে থাকতে পারেননি। বিকেল সাড়ে তিনটায় টিম হোটেল থেকে দলের সঙ্গে টিম বাসে উঠেছেন। কোচ জেমি ডের অনুশীলনে হালকা মেজাজই ছিলেন বাংলাদেশের অধিনায়ক।
জাতীয় দলের অনুশীলনের এক সপ্তাহ হলেও আজই প্রথম জাতীয় দলের জার্সি গায়ে দিয়েছেন জামাল। ভ্রমণ ক্লান্তি দূর করে দলের সঙ্গে মানিয়ে নিতে দশরথে ঘাম ঝড়িয়েছেন জামাল। এত দিন জেমি ডের অনুশীলনে মিডিয়া উন্মুক্ত থাকলেও আজ ১৫ মিনিট পর ক্লোজড ডোর করে দেন। কিরগিজস্তান অ-২৩ দলের বিরুদ্ধে খেলাম আগে বাংলাদেশ দলকে ঘণ্টা খানেকের বেশি অনুশীলন করিয়েছেন কোচ।
এজেড/এমএইচ