নেপালের ফিদে মাস্টারের সঙ্গে নিয়াজের ড্র

বঙ্গবন্ধু এশিয়ান জোন দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগের তৃতীয় রাউন্ড শেষে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছেন তিনজন। ফলে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যৌথভাবে শীর্ষে আছেন। অপরদিকে মহিলা বিভাগের তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে আছেন বাংলাদেশের ৪ দাবাড়ু মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদে মাস্টার নাজারানা খান ইভা, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ও ওয়ারসিয়া খুশবু।
আজ (৪ মে) তৃতীয় রাউন্ডের খেলায় বেশ চমক দেখা গেছে। উপমহাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ নেপালের ফিদে মাস্টার রূপেস জসওয়ালের সঙ্গে ড্র করেন। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের অন্য ২ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব আবার দেশি দুই ফিদে মাস্টারকে হারিয়েছেন। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমানকে এবং গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে হারিয়েছেন।
তৃতীয় রাউন্ডে অপর খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ক্যান্ডিডেট মাস্টার নাইম হককে, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়কে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম মারযুক চৌধুরীকে, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেনকে, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ মো. মাসুম হোসেনকে এবং শফিক আহমেদ হারান যোয়ার হক প্রধানকে।
আড়াই পয়েন্ট নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ৭ দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ, শ্রীলংকার ফিদে মাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান ও নেপালের ফিদে মাস্টার নুপেস জসওয়াল।
এজেড/এএইচএস