এবার ফিদে মাস্টারের কাছে হারলেন নিয়াজ

বিশ্বকাপ দাবা বাছাইয়ে বঙ্গবন্ধু এশিয়ান জোনাল দাবার ওপেন বিভাগের পঞ্চম রাউন্ড শেষে ৯ দাবাড়ু চার পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেন- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ, শ্রীলংকার ফিদে মাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান।
উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের এই টুর্নামেন্ট ভালো যাচ্ছে না। নেপালের ফিদে মাস্টারের সঙ্গে ড্র করার পর এবার দেশি ফিদে মাস্টারের সঙ্গে হেরেছেন নিয়াজ৷ আজ পঞ্চম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদকে পরাজিত করেন।
ফিদে মাস্টার নাসির সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার নিয়াজের সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৫১ চালের মাথায় জয়ী হন। পঞ্চম রাউন্ডের অন্য খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের সাথে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার রাজীব ফিদে মাস্টার তাহসিনের সাথে ড্র করেন। ফিদে মাস্টার সুব্রত ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমানকে পরাজিত করেন।
অপরদিকে মহিলা বিভাগের পঞ্চম রাউন্ড শেষে বাংলাদেশের মহিলা ফিদে মাস্টার নাজারানা খান ইভা ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস চার পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। চার জন দাবাড়ু সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় রয়েছেন। তারা হলেন, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, ওয়াদিফা আহমেদ ও ওয়ারসিয়া খুশবু।
এজেড/এইচজেএস