কাজাখস্তানে ফাহাদ-রাজীব মুখোমুখি

কাজাখস্তানে এশিয়ান কন্টিনেন্টাল দাবায় অস্টম রাউন্ডে বাংলাদেশের দুই দাবাড়ু মুখোমুখি হয়েছে। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের মধ্যকার খেলাটি ড্র হয়।
এই ড্রয়ে দুই জনই সাড়ে চার পয়েন্ট অর্জন করেছেন। আট রাউন্ডে সাড়ে চার পয়েন্ট অর্জন করায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের জিএম নর্ম পাওয়ার আর সুযোগ নেই। অন্য দিকে জাতীয় দাবা চ্যাম্পিয়ন এনামুল হোসেন রাজীবের এই টুর্নামেন্টে প্রথম-তৃতীয় হওয়ার সুযোগ নেই।
মহিলা বিভাগের খেলায় নোশিন আজ ড্র করেছেন। আগামীকাল শেষ রাউন্ডের খেলা। এই টুর্নামেন্টটি সুইস লিগ পদ্ধতিতে হচ্ছে।
এজেড/এইচজেএস