অপেক্ষা বাড়ল বিশ্বনাথ ও ফয়সালের

দুই ফুটবলার বিশ্বনাথ ঘোষ ও ইসা ফয়সালকে ছাড়াই গতকাল কম্বোডিয়ায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই দুই ফুটবলারের পাসপোর্ট ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনে থাকায় তারা দলের সঙ্গে কম্বোডিয়ায় যেতে পারেননি।
এই দুই ফুটবলারের কিছু ডকুমেন্টে ঘাটতি ছিল। বাফুফে সেই ডকুমেন্ট সরবারহ করে আজ পাসপোর্ট ডেলিভারির প্রত্যাশা করেছিল। রাত পর্যন্ত ভারতীয় ভিসা সেন্টারে অপেক্ষা করে বাফুফে স্টাফ দুই ফুটবলারের পাসপোর্ট পায়নি। ফলে বিশ্বনাথ ও ইসা ফয়সালের কম্বোডিয়া যাত্রা আরো বিলম্ব হচ্ছে।
বাফুফে আগামীকালও পাসপোর্ট পাওয়ার চেষ্টা করবে। আগামীকাল পাসপোর্ট পেলে কাল রাতেই দুই জনকে কম্বোডিয়া পাঠানোর পরিকল্পনা রয়েছে, 'আমরা আজ রাতেই টিকিট বুকিং রেখেছিলাম। আজ পাসপোর্ট না পাওয়ায় আগামীকাল রাতে আবার বুকিং দিচ্ছি’ বলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। ঐ ম্যাচ খেলে পরের দিন ভারতের উদ্দেশ্যে রওনা হবে তারা।
ভারতীয় দূতাবাসে দুই ফুটবলারের সঙ্গে বাংলাদেশ কন্টিনজেন্টের দলনেতা শওকত আলী খান জাহাঙ্গীরের পাসপোর্টও রয়েছে। তিনি কম্বোডিয়া নন, সরাসরি ভারত যাবেন।
এজেড/এইচজেএস