আমরা আন্ডারডগ হয়েও সেমিফাইনালে: জামাল

আট দলের সাফ টুর্নামেন্ট। এই আট দলের মধ্যে ফিফা র্যাংকিংয়ে দ্বিতীয় সর্বনিম্ন দল ছিল বাংলাদেশ। জামালদের চেয়েও র্যাংকিংয়ে পিছিয়ে ছিল পাকিস্তান। নিজেদের গ্রুপ বি’তে বাংলাদেশ সর্বনিম্ন দল।
নিচের সারির দলই এখন ফাইনালে উঠার লড়াইয়ে। সেমিফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূইয়া র্যাংকিংয়ের বিষয়টি সামনে এনেছেন, 'এই টুর্নামেন্টে আমরা আন্ডারডগ হয়ে এসেছিলাম। দ্বিতীয় সর্বনিম্ন র্যাংকিংয়ে ছিলাম। আমরা এখন সেমিফাইনালে।'
লেবানন গ্রুপ তো বটেই টুর্নামেন্টেরই হট ফেভারিট দল। বি গ্রুপের অন্য দুই দল মালদ্বীপ এবং ভূটানও র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল। পেছনে থেকেও সেমিফাইনাল খেলার রহস্য সম্পর্কে জামাল বলেন, 'আমরা গত এক মাসে অনেক পরিশ্রম ও পরিকল্পনা করেছি। সৌদিতে অনুশীলন করেছি। কম্বোডিয়ায় ম্যাচ খেলেছি। কোচ অনেক পরিকল্পনা করেছেন এবং আমরা চেষ্টা করেছি।’
বাংলাদেশ সেমিফাইনালে খেলায় মোটেও অবাক বা আশ্চর্য নন অধিনায়ক জামাল ভূইয়া। ২০১৩ সাল থেকে সাফ টুর্নামেন্ট খেলছেন জামাল। প্রায় দশ বছর পর বাংলাদেশ সেমিফাইনাল খেলছে। অন্য দলগুলোর চেয়ে এই আলাদা কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'বিগত দলগুলোও ভালো ছিল। আমরা খুব কাছাকাছি গিয়েও খেলতে পারিনি। এবার সেটা হয়নি।’