হ্যাভিয়েরের চোখ বিশ্বকাপ বাছাইয়ে

আন্তর্জাতিক ফুটবল মানেই ব্যর্থতা। এই বৃত্ত থেকে বেরিয়ে এসেছেন জামাল ভূঁইয়ারা। সাফে ১৪ বছর পর সেমিফাইনালে খেলা এবং সেখানে সুন্দর ফুটবল উপহার দেওয়ায় হ্যাভিয়ের ক্যাবরেরার দলের প্রশংসা করছেন ফুটবলসংশ্লিষ্ট সকলে।
ভারতের বেঙ্গালুরুর সাফ টুর্নামেন্ট থেকে বাংলাদেশের প্রাপ্তি সম্পর্কে হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘আমাদের দল এখন সাফের গন্ডির বাইরে এশিয়ার দলগুলোর বিপক্ষে লড়তে পারে এটাই আমার বড় পাওয়া। লেবানন, কুয়েতের বিপক্ষে আমরা সমান তালে লড়েছি।’
সাফের এই লড়াকু মনোভাব বিশ্বকাপ বাছাইয়ে কাজে লাগাতে চান এই স্প্যানিশ কোচ, ‘এই মাসেই বিশ্বকাপ বাছাইয়ের ড্র। আমাদের এই মানসিকতা ও ধারাবাহিক পারফরম্যান্স বিশ্বকাপ বাছাইয়েও দেখাতে চাই। আশা করি বিশ্বকাপ বাছাইয়েও এমন বাংলাদেশকে দেখা যাবে।’
বাংলাদেশ দলের তরুণ ফুটবলার হৃদয়-মোরসালিনরা যেমন পারফরম্যান্স করেছেন, তেমনি সোহেল-জিকোরাও প্রাণ দিয়ে লড়েছেন। এখানেই বাংলাদেশ দলের সৌন্দর্য বলে উল্লেখ করেছেন হ্যাভিয়ের, ‘এই দলে সিনিয়র ও জুনিয়রের অসাধারণ ভারসাম্য। সবাই সবার সেরাটা দিচ্ছে।’
এজেড/এএইচএস