জঙ্গলে গিয়ে আমাদের খেলতে হবে: সালাউদ্দিন

দেশের ফুটবলের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ২০২১ সালে জাতীয় ক্রীড়া পরিষদ বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার শুরু করে। করোনা ও নানা পারিপার্শ্বিকতায় সংস্কার ব্যয় এবং কাজের সময় দু’টিই বাড়ছে। এখনো সেই কাজ চলমান থাকায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন হতাশা প্রকাশ করেছেন।
আজ জামালদের সাফের সেমিফাইনালে খেলায় আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ নিয়ে হতাশা প্রকাশ করে বাফুফে সভাপতি বলেন, 'বঙ্গবন্ধু স্টেডিয়ামে তোমরা খেলতে পারছো না অনেক দিন। এখনো সংস্কার চলছে। কোনো স্টেডিয়ামে ৩-৪ বছরে বেশি সময় সংস্কার চলে কিনা আমার জানা নেই। এটা বললে সমালোচনা হয় আমি সমালোচনা না বাস্তবতাই বলছি।’
সামনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্বকাপ বাছাই। সেই বিশ্বকাপ বাছাইয়ে হোম ম্যাচ প্রসঙ্গে বলেন, 'সামনে বিশ্বকাপের খেলা আমাদের মাঠ নেই। জঙ্গলে গিয়ে খেলতে হবে।’ সমালোচনার সঙ্গে খানিকটা আশাও ব্যক্ত করেছেন তিনি, 'আশা করব ২-৩ মাসের মধ্যে আমাদের মাঠ বুঝিয়ে দেবে খেলার জন্য।’