বিশ্বকাপ দাবায় হারে শুরু বাংলাদেশের

আজারবাইজানের বাকু শহরে আজ থেকে ফিদে বিশ্বকাপ ও ফিদে মহিলা বিশ্বকাপ দাবা শুরু হয়েছে। প্রথম রাউন্ডের প্রথম খেলায় ইতোমধ্যে বাংলাদেশের ৩ দাবাড়ু ইতোমধ্যে হেরে গেছেন। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব এই প্রতিবেদন লেখা পর্যন্ত লড়াই করলেও নাজুক পরিস্থিতিতে রয়েছেন।
নক-আউট পদ্ধতির এ বিশ্বকাপ দাবার প্রথম রাউন্ডের প্রথম খেলায় গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৮৬) জার্মানির ২৬১৮ রেটিং প্রাপ্ত গ্র্যান্ড মাস্টার কোলারস ডমিট্রিজের সঙ্গে কালো নিয়ে খেলছেন। গ্র্যান্ড মাস্টার রাজীব সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করে রোজেলিমো বিশ্লেষণ ধারার খেলায় গ্র্যান্ড মাস্টার কোলারস ডমিট্রিজের বিরুদ্ধে ৪৬ চালের পর খারাপ অবস্থানে রয়েছেন।
আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২৪২৮) ইতালির ২৬০৯ রেটিং প্রাপ্ত গ্র্যান্ড মাস্টার ভোকাতুরো দেনাইলর কাছে হেরে যান। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান কালো ঘুঁটি নিয়ে রুই-লোপেজ ওপেনিংয়ের বার্লিন ডিফেন্স পদ্ধতির খেলায় ৩৭ চালের মাথায় হেরে যান।
ফিদে মহিলা বিশ্বকাপ দাবা ২০২৩ এর প্রথম রাউন্ডে মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস (রেটিং-১৮১৫) ২৪১৬ রেটিং প্রাপ্ত রোমানিয়ার আন্তর্জাতিক মাস্টার ও মহিলা গ্র্যান্ড মাস্টার বুলমাগো ইরিনার কাছে পরাজিত হন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস সাদা ঘুঁটি নিয়ে কুইন’স পন ওপেনিংয়ের চিগোরিন বিশ্লেষণ ধারার খেলায় চালে আন্তর্জাতিক মাস্টার ও মহিলা গ্র্যান্ড মাস্টার বুলমাগো ইরিনার কাছে ২৯ চালে হেরে যান।
মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম (রেটিং-১৯৪৪) পোল্যান্ডের ২৪০১ রেটিং প্রাপ্ত গ্র্যান্ড মাস্টার সককো মনিকার কাছে হেরে যান। মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম কালো ঘুঁটি নিয়ে ইতালিয়ান গেম পদ্ধতির খেলায় ৩৭ চালের মাথায় গ্র্যান্ড মাস্টার সককো মনিকার কাছে হেরে যান।
আগামীকাল প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা শুরু হবে। প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম প্রথম রাউন্ডের একই প্রতিপক্ষের বিরুদ্ধে সাদা ঘুঁটি নিয়ে এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস একই প্রতিপক্ষের বিরুদ্ধে কালো ঘুঁটি নিয়ে খেলবেন। বিশ্বকাপে পরবর্তী রাউন্ডে যেতে হলে বাংলাদেশের দাবাড়ুদের আগামীকালকের খেলায় জিততেই হবে।
এজেড/এফআই