ভারতে তাহসিন সপ্তম, মনন ২৬

ভারতের জামশেদপুরে টাটা স্টিল এশিয়ান জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সপ্তম স্থান লাভ করেছেন। ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের এই ফিদে মাস্টার।
অন্যদিকে, ফিদে মাস্টার মনন রেজা নীড় সাড়ে চার পয়েন্ট নিয়ে ২৬তম ও আয়ান রহমান এক পয়েন্ট নিয়ে ৫৮তম হয়েছেন। জুনিয়র বালিকা গ্রুপে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ সাড়ে চার পয়েন্ট নিয়ে ২৬তম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ৪ পয়েন্ট নিয়ে হন ৩৬তম।
আজ (শুক্রবার) নবম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ভারতের দিয়ি আগারওয়ালকে পরাজিত করেন। ফিদে মাস্টার মনন রেজা নীড় ভারতের ফিদে মাস্টার কৃষ্ণান রিতভিকের কাছে ও আয়ান রহমান ভারতের সাসভাট গুপ্তার কাছে হেরে যান।
জুনিয়র বালিকা বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ভারতের আসি উপাধ্যায়ের সঙ্গে ড্র করেন ও মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ভারতের এইচ জি প্রাঙ্গনিয়ার কাছে হেরে গেছেন। রাশিয়ার গ্রেবনেভ আলেক্সি ৭ পয়েন্ট পেয়ে ওপেন বিভাগে চ্যাম্পিয়ন এবং সমান পয়েন্ট পেয়ে ভারতের ফিদে মাস্টার এস আসোয়াত রানার-আপ হন। জুনিয়র বালিকা বিভাগে সাড়ে সাত পয়েন্ট পেয়ে ভারতের জি তেজস্বিনী চ্যাম্পিয়ন হয়েছেন।
ওপেন বিভাগে ৭টি দেশের ১০ জন আন্তর্জাতিক মাস্টার ও ৯ জন ফিদে মাস্টারসহ ৫৮ জন দাবাড়ু এবং মহিলা বিভাগে ৬টি দেশের ৫ জন আন্তর্জাতিক মহিলা মাস্টার ও ৪ জন মহিলা ফিদে মাস্টারসহ ৫২ জন দাবাড়ু অংশ নেন।
এজেড/এএইচএস