এএফসি মিশনে মালদ্বীপে রওনা কিংসের

করোনা মহামারির সময় অতিক্রম করে এএফসি কাপ আবার হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ফিরেছে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার টুর্নামেন্ট শুরু করছে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। আজ (রোববার) সকালে মালদ্বীপের মালের উদ্দেশ্যে রওনা হয়েছে বসুন্ধরা কিংস।
আগামী ১৯ সেপ্টেম্বর মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশনের বিপক্ষে তাদের এএফসি কাপের প্রথম ম্যাচ। কিংস মালদ্বীপের দলটিকে বরাবরই হারিয়ে এসেছে। এবারও মাজিয়াকে হারিয়ে শুভসূচনা করতে চায় কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন, ‘টুর্নামেন্টটি আমরা জয় দিয়ে শুরু করতে চাই। অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।’
এএফসি কাপে দক্ষিণ এশিয়ার জোনে কিংসের প্রতিপক্ষ ভারতের দুই ক্লাব ওড়িষা, মোহনবাগান ও মালদ্বীপের মাজিয়া। চার দল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ৬টি ম্যাচ খেলবে। ৬ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল পরবর্তী রাউন্ডে উঠবে।
বসুন্ধরা কিংসকে পেছনে ফেলে গত মৌসুমে মোহনবাগান পরবর্তী রাউন্ডে খেলেছিল। এই আসরে মোহনবাগানের বিপক্ষে কিংসের অ্যাওয়ে ম্যাচ প্রথম। ২৪ অক্টোবর কলকাতার পরিবর্তে ম্যাচটি ওড়িষায় আয়োজনের পরিকল্পনা করছে মোহনবাগান।
এজেড/এএইচএস