বাংলাদেশ গোলরক্ষকের টানা সেভ

সকাল থেকেই হাংজুর আকাশ ভারী। দুপুর নাগাদ পুরো হাংজু জুড়ে গুড়িগুড়ি বৃষ্টি। এই বৃষ্টিকে উপেক্ষা করেই জিয়াশন স্পোর্টস ক্লাবের গ্যালারীতে ফুটবলপ্রেমীদের ভিড়। স্বাগতিক চীনের ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় হলেও বাংলাদেশ-ভারত ম্যাচেও কয়েক হাজার দর্শক উপস্থিত হয়েছেন। এর প্রায় সবই ভারতীয় সমর্থক।
হাংজুতে এই সময়টায় বৃষ্টিপ্রবণতা বেশি। তাই আগত দর্শক ও সাংবাদিকদের প্রায় সবাইকে ওয়ান টাইম রেইনকোর্ট দিয়েছে আয়োজকরা। গ্যালারীর আবহাওয়া ঠান্ডা হলেও মাঠে অবশ্য উত্তাপ ছিল যথেষ্ট। বাংলাদেশ ও ভারত দুই দলই গেমসের পুরুষ ফুটবলের প্রথম ম্যাচ হেরেছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে দুই দলকেই পয়েন্ট চাই-ই চাই।
অনেকটা বাচা-মরার লড়াইয়ে প্রথমার্ধে বাংলাদেশকে ম্যাচে রেখেছেন গোলরক্ষক মিতুল মারমা। প্রথমার্ধের ৪৫ মিনিট পর ইনজুরি সময়ে টানা চারটি সেভ করেছেন তিনি। একই মুভমেন্টে চারটি আক্রমণ দুর্দান্তভাবে প্রতিহত করেছেন মিতুল মারমা। গ্যালারীতে ভারতীয় দর্শক বেশি থাকলেও মিতুলের সেভ প্রশংসিত হয়েছে তাদের কাছেও। গেমসে পুরুষ ফুটবল অলিম্পিক দল (অ-২৩ ) হলেও সিনিয়র তিন জন ফুটবলার খেলতে পারেন। ভারত সিনিয়র কোটায় নিয়েছেন সুনীল ছেত্রীকে।
আন্তর্জাতিক ক্লাব ফুটবলের ব্যস্ততায় বাংলাদেশ দলে অনেক প্রতিষ্ঠিত ফুটবলারই নেই। এরপরও ভারতের বিপক্ষে প্রথমার্ধে ভালোই লড়েছে বাংলাদেশ। চার মিনিটেই ইসা ফয়সাল ফাহিমের উদ্দেশ্যে বল পাঠান। সেটা অবশ্য ভারতীয় ডিফেন্ডার ক্লিয়ার করেন। ১৭ মিনিটে ভারতও বাংলাদেশের বক্সে দারুণ আক্রমণ করে। দুই দলের কেউ গোলের দেখা পায়নি।
এজেড/এইচজেএস