দল পেলেন না লিটন-তামিম, সাকিবের সঙ্গে খেলবেন তাসকিন

বিশ্বকাপের আগে নিজের ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠা হয়নি বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের। পুরো ফিট না হয়ে ওঠায় বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন না দেশসেরা এই ওপেনার। এই নিয়ে সারাদেশেই হয়েছে ব্যাপক সমালোচনা। ক্রিকেট ভক্তদের কাঠগড়ায় আছেন অধিনায়ক সাকিব আল হাসান। বলা হচ্ছে, সাকিবের ইচ্ছেতেই নাকি ভারতের ফ্লাইট ধরা হয়নি তামিমের।
বিশ্বকাপের পর এবার টি-টেন লিগেও দল পাওয়া হয়নি তামিম ইকবালের। আবুধাবির টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে ছিল বাংলাদেশি এই ওপেনারের নাম। তবে তাকে দলে পেতে আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। একই অবস্থা লিটন দাসের। ব্যাট হাতে অফফর্মে থাকা লিটন উপেক্ষিত ছিলেন ড্রাফটে। তবে দল পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। খেলবেন বাংলা টাইগার্সের হয়ে।
টি-টেন লিগের সবশেষ আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। ড্রাফটের আগে আইকন ক্রিকেটার হিসেবে সাকিবকে রিটেইন করে তারা। এরপর ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে আরও এক বাংলাদেশিকে। বাংলা টাইগার্সের জার্সিতে খেলতে দেখা যাবে ডানহাতি তারকা পেসার তাসকিনকে।

সাকিব ও তাসকিন ছাড়া টি-টেনে খেলতে দেখা যাবে আরও এক বাংলাদেশি ক্রিকেটারকে। নর্দান ওয়ারিয়র্সের হয়ে এবারের মৌসুমে খেলবেন অলরাউন্ডার জিয়াউর রহমান। লম্বা সময় ধরেই জাতীয় দলের রাডারের বাইরে আছেন তিনি। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে দেখা যায় নিয়মিতই।
আবুধাবির এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হহ গতকাল সোমবার। এবারের আসরে অংশ নেওয়া ৮ দল হলো- বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্লাডিয়েটরস, দিল্লি বুলস, মরিসভিলি স্যাম্প আর্মি, নিউইয়র্ক স্টাইকার্স, নর্দান ওয়ারিয়র্স ও টিম আবু ধাবি।
এবারের খেলোয়াড় ড্রাফটে পুরো বিশ্ব থেকে ৭৮২ জন খেলোয়াড়ের নাম ছিল। যার মধ্যে বাংলাদেশের তামিম ইকবাল, পাকিস্তানের শহিদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের মতো তারকারাও রয়েছেন। ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের লিটন কুমার দাস।
জেএ