দল নির্বাচন বিতর্ক ছাপিয়ে সিরিজ জয়, যা বললেন লিটন

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে রীতিমতো বোমা ফাটিয়েছিলেন লিটন দাস। বলেছিলেন স্কোয়াড ঘোষণার আগে তার থেকে মতামত নেয়া হয়নি। যদিও জাতীয় দলের প্রধান নির্বাচক জানিছিলেন লিটনের সঙ্গে তারা আলোচনা করেছেন।
সব বিতর্ক পিছনে ফেলে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। ১-০ ব্যবধানে সিরিজ জয় শেষে লিটনও জানিয়েছেন বোর্ডের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে তার। এমন আর ভবিষ্যতে হবে না এমনটাই প্রত্যাশা তার।
লিটন বলেন, 'হিট অব দ্য মোমেন্টে অনেক কিছুই হয়ে যায়। আমাদের সাথে কথা হয়েছে। কিন্তু যে জিনিসটা হয়েছে সেটা ভালো না, ক্রিকেটের জন্য ভালো না। পরেরবার থেকে এই জিনিসগুলো হবে না। এরপরে আমরা সুন্দর করে বসে কথা বলেছি এবং একটা ভালো সমাধানে এসেছি আমরা।'
অবশ্য এসব বিতর্কের কোনো প্রভাব পড়েনি মাঠের ক্রিকেটে, এমনটাই দাবি অধিনায়কের। লিটন বলেন, 'আমার মনে হয় দলের ভেতর এটার কোনো প্রভাব পড়েনি। নরমাল ছিল সবকিছু। যেহেতু আমরা পেশাদার ক্রিকেটার, মাঠে গেলে ক্রিকেটই খেলি, ওদিক থেকে আমাদের কোনো সমস্যা হয়নি।'
এসএইচ/এইচজেএস