অঙ্কনকে কেন দুর্ভাগা বললেন লিটন

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে আজ। সবশেষ এই সিরিজেও ব্যাট হাতে জাকের আলী, নুরুল হাসান সোহানররা পারফর্ম করতে পারেননি। সুযোগ পাননি শামীম পাটোয়ারীও। ফিনিশারের ভূমিকায় খেলা কেউই ছন্দে না থাকলেও চিন্তিত নন লিটন দাস।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের চাওয়া বিশ্বকাপে ভালো খেলবেন জাকের-শামীমরা। লিটন বলেন, ‘আমি খুব একটা উদ্বিগ্ন না, ওই জায়গাটা নিয়ে। আমিও বলেছি প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা খেলোয়াড় ভালো খেলবে না। দেখুন— হৃদয় অনেক দিন ধরে স্ট্রাগল করছিল বড় রানের জন্য। কিন্তু এই সিরিজে সে বড় রান পেয়েছে। তার মানে প্রত্যেকটা খেলোয়াড় সামর্থ্যবান বড় রান করার জন্য। তাদেরকে একটু সময় দিতে হবে। আমি আশা করি তারা বিপিএল খেলবে সবাই এবং বিপিএলে ভালো করবে। জাতীয় দলে আমার আসল দরকার বিশ্বকাপে। যদি বিশ্বকাপে ভালো করে তাহলেই হবে, আমার আর কিছু লাগবে না।’
বিশ্বকাপে গিয়ে তাওহীদ হৃদয় ছন্দ খুঁজে না পান তাহলে কী করবে টাইগাররা। এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘আপনারা চিন্তা করেছেন আমি কিন্তু প্রেস কনফারেন্সে বলেছি হৃদয় বড় ম্যাচের খেলোয়াড়। সে ওই জায়গায় সামর্থ্যবান দেখেই ওইখানে আছে। আমার কাছে এটা নিয়ে কখনোই দ্বিতীয় কোন চিন্তা আসে নাই যে ওইখানে কাউরে চেষ্টা করে দেখার জন্য। আমার কাছে মনে হয় যেসব খেলোয়াড় এখানে আছে তাদের সামর্থ্য আছে। বিশ্বকাপে খেলে ফেললেই হবে, আর কিছু লাগবে না।’
মাহিদুল ইসলাম অঙ্কনের সুযোগ না পাওয়া নিয়ে লিটন বলেন, ‘দেখুন— আমি বলবো সে (অঙ্কন) দুর্ভাগা। যেহেতু তিনটা ম্যাচই আমরা খেলেছি। ওই জায়গায়, ওই পজিশনে আমরা তিনজনকেই ঘুরিয়ে খেলার চেষ্টা করেছি। আরও ম্যাচ বেশি থাকলে হয়তোবা তাকেও চেষ্টা করতাম। সুতরাং ওইদিক দিয়ে সে অনেক দুর্ভাগা।'
এসএইচ/এইচজেএস