লঙ্কান শিবিরে বড় দুঃসংবাদ

বিশ্বকাপের দল ঘোষণার আগে শ্রীলঙ্কার একাধিক ক্রিকেটার চোটে পড়েন। তাদের কয়েকজনকে দেশে রেখে বিশ্বকাপ মিশন শুরু করে লঙ্কানরা। তবুও স্বস্তিতে নেই তারা। শ্রীলঙ্কা ক্রিকেট দল যেন হাসপাতালে পরিণত হয়েছে!
এর আগে অধিনায়কসহ দুই ক্রিকেটার চোটে ছিটকে গেছেন। এবার বিশ্বকাপ শেষ লাহিরু কুমারার। নিজেদের সর্বশেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৮ উইকেটে হারায় লঙ্কানরা। সে ম্যাচ জয়ের নায়ক ছিলেন লাহিরু। ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হন এই পেসার।
তবে পুনেতে দলের সঙ্গে অনুশীলনের সময় বাম ঊরুতে চোট পান লাহিরু। যে কারণে বিশ্বকাপে শ্রীলঙ্কার বাকি চার ম্যাচে আর খেলা হচ্ছে না তার। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তিনি। লাহিরুর বদলি হিসেবে ডাক পেয়েছেন দুশমন্থ চামিরা। টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি রোববার এই পরিবর্তনের অনুমোদন দিয়েছে।
আকস্মিক পরিস্থিতি সামাল দেয়ার জন্য চামিরাকে আগেই রিজার্ভ হিসেবে ভারতে উড়িয়ে নিয়েছিল শ্রীলঙ্কা। টুর্নামেন্টের শেষ ভাগে এবার মাঠে নামার দুয়ারও খুলছে এই পেসারের।
এর আগে দাসুন শানাকার চোটে চামিকা কারুনারাত্নে ও মাথিশা পাথিরানার চোটে বদলি হিসেবে ডাক পান অ্যাঞ্জেলো ম্যাথিউস।
এইচজেএস