ভেন্যুর সন্ধানে মোহামেডান-ব্রাদার্স

পেশাদার লিগের অন্যতম শর্ত ক্লাবগুলোর নিজস্ব ভেন্যু। বসুন্ধরা কিংস ছাড়া বাংলাদেশের অন্য কোনো ক্লাবের নিজস্ব স্টেডিয়াম/মাঠ নেই। জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন স্টেডিয়ামকে বিভিন্ন ক্লাবের হোম বানিয়ে চলে ঘরোয়া ফুটবল লিগ।
নতুন মৌসুমে শুরু হয়েছে স্বাধীনতা কাপ। টুর্নামেন্ট হওয়ায় ভেন্যু ব্যবস্থাপনায় বাফুফে। লিগে ক্লাবগুলোকে হোম ভেন্যুর ব্যাপারে বাফুফেকে অবহিত করতে হয়। ডিসেম্বরে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগের ১০ ক্লাবের মধ্যে সাত ক্লাব তাদের হোম ভেন্যু নিশ্চিত করেছে। ঐতিহ্যবাহী মোহামেডান, ব্রাদার্স ও নবাগত ফর্টিজ এখনো তাদের হোম ভেন্যু নিশ্চিত করেনি ফেডারেশনকে।
গত কয়েক মৌসুম মোহামেডানের ভেন্যু ছিল কুমিল্লা। এবার কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট লিগ আয়োজন করবে তাই মোহামেডানকে ভেন্যুর সন্ধান করতে হচ্ছে। মোহামেডানের ফুটবল কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স বলেন, 'আমার আগামীকাল শুক্রবার নোয়াখালী স্টেডিয়াম পরিদর্শনে যাব। এরপর ভেন্যুর ব্যাপারে সিদ্ধান্ত আসা যাবে।'
নোয়াখালীতে এর আগেও প্রিমিয়ার লিগের ভেন্যু ছিল। তবে বিভিন্ন সূত্রের খবর, নোয়াখালীতেও ক্রিকেট পীচ থাকায় সেখানেও ফুটবল লিগ ম্যাচ পরিচালনা কষ্টসাধ্যই হবে। সেক্ষেত্রে মোহামেডানকে বিকল্প ভাবতে হবে আবার।
দুই মৌসুম পর প্রিমিয়ার ফুটবলে ফিরেছে ব্রাদার্স ইউনিয়ন। ঐতিহ্যবাহী ক্লাবটি ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামকে হোম করতে চায়। এই ব্যাপারে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান বলেন, 'ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমাদের আগ্রহ ফরিদপুরে ভেন্যু করার।' পদ্মা সেতু হওয়ার পর ফরিদপুরের সঙ্গে ঢাকার যোগাযোগ আরো মসৃণ হয়েছে। ভেন্যু সংকটে থাকা ঢাকার নিকটবর্তী ফরিদপুরে অনীহা আবাসন ব্যবস্থার জন্য। মোহামেডান-ব্রাদার্স ইউনিয়নকে রোববারের মধ্যে ভেন্যু ঠিক করে ফেডারেশনকে জানাতে হবে।
বসুন্ধরা কিংস অ্যারেনা—বসুন্ধরা কিংস এবং শেখ রাসেলের হোম ভেন্যু। মুন্সিগন্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে.মতিউর রহমান স্টেডিয়াম হোম ভেন্যু—চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জের। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম—শেখ জামাল ও ঢাকা আবাহনী হোম নেয়ার প্রক্রিয়া চলমান৷ বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের হোম ভেন্যু ময়মনসিংহ। প্রিমিয়ার ফুটবলে নতুন দল ফর্টিজ ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি না দিলেও তারা রাজশাহীতে হোম ভেন্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
এজেড/এইচজেএস