ভারতের বিশ্বকাপ সেমিফাইনালের সূচি নির্ধারণ হয়ে গেছে!

হেডলাইন দেখে চমকে উঠতে পারেন, কারণ এখনও যে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ১৮ দিন (২ জুন) বাকি। অথচ এরই মাঝে আইসিসির মেগা আসরটিতে ভারতের সেমিফাইনালের সূচি নির্ধারিত হয়ে গেছে। তাহলে কী রোহিত শর্মারা গ্রুপপর্বে হারলেও সমস্যা নেই? আসলে তেমন কিছু নয়, ভারতীয় দর্শকদের কথা মাথায় রেখেই দেশটির সময় অনুযায়ী দ্বিতীয় সেমিফাইনালের সময় নির্ধারণ করা হয়েছে। এই তথ্য জানিয়েছে ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
তাদের প্রতিবেদনে বলা হয়, আগামী ২৭ জুন গায়ানায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। যদি ভারত নকআউট পর্বে উঠতে পারে তবে তারা দ্বিতীয় সেমি খেলবে। আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ীই এই সূচি নির্ধারণ করা হয়েছে। প্রথম সেমিফাইনাল হবে ত্রিনিদাদে, ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় সময় ২৬ জুন রাত সাড়ে ৮টায়। ওই সময় ভারতীয় সময় থাকবে ২৬ জুন ভোর ৬টা। দ্বিতীয় সেমিফাইনাল হবে গায়ানার সময় সকাল সাড়ে ১০টায়, ওই সময় টিভিতে প্রচুর দর্শকউপস্থিতি থাকা ভারতের সময় থাকবে রাত ৮টা। তাই ভিউয়ারশিপের কথা মাথায় রেখে ভারত দ্বিতীয় সেমিফাইনাল খেলবে।
পরবর্তীতে বিশ্বকাপের ফাইনাল হবে বার্বাডোজের ব্রিজটাউনে, ২৯ জুন স্থানীয় সময় সকাল ১০টায়। ওই মুহূর্তে ভারতীয় সময় থাকবে সন্ধ্যা সাড়ে ৭টা। ফলে ওই ম্যাচটি ভারতীয় দর্শকদের দেখতে অসুবিধা হবে না। যদি ভারত ফাইনাল খেলে তাহলে ভিউয়ারশিপ পাওয়া নিয়ে দুর্ভাবনা থাকবে না আইসিসি ও টিভি সত্ত্ব পাওয়া প্রতিষ্ঠানের।
এদিকে, আরও একটি বিষয় সামনে এসেছে। প্রথম সেমিফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হলেও, দ্বিতীয় সেমিতে সেই সুবিধা থাকছে না। অর্থাৎ, বৃষ্টি কিংবা আবহাওয়াজনিত কোনো কারণে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল প্রথমদিন না হলে পরদিন রিজার্ভ ডে–তে ম্যাচ আবারও অনুষ্ঠিত হবে, কিন্তু সেই সুযোগ থাকছে না পরবর্তী ম্যাচে। আইসিসির এই সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।
— Cricbuzz (@cricbuzz) May 13, 2024
রিজার্ভ ডে না থাকলেও, আইসিসি ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আসন্ন টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের জন্য ২৫০ মিনিট সময় বাড়তি বরাদ্দ রেখেছে। তবে রিজার্ভ ডে’র বন্দোবস্ত করেনি। অর্থাৎ, খেলায় আবহাওয়াজনিত বাধা সৃষ্টি হলে বাড়তি ৪ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষা করা হবে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার জন্য। প্রথম সেমিফাইনালে বৃষ্টি বাধা সৃষ্টি করলে সেই ম্যাচ একদিন পিছিয়ে স্থানীয় সময় অনুযায়ী ২৭ জুন রাত ৮টা ৩০ মিনিটে আয়োজন করা হবে। অর্থাৎ, রিজার্ভ ডে-তে গড়ালে ভারতীয় সময় অনুযায়ী সেই ম্যাচ আয়োজিত হবে ২৮ জুন সকাল ৬টায়।
আরও পড়ুন
একইভাবে দ্বিতীয় সেমিফাইনালেও যদি রিজার্ভ ডে রাখা হতো, তাহলে সেটি গড়াবে ২৮ জুন রাত ৮টা ৩০ মিনিটে। রিজার্ভ ডে-তে গড়ালে এই ম্যাচে যে দল জিতবে, তাদের ২৯ তারিখ ব্রিজটাউনে পৌঁছেই ফাইনালে মাঠে নেমে পড়তে হবে। কিন্তু আইসিসি চাচ্ছে ২৮ জুন ট্রাভেল ডে হিসেবে চিহ্নিত হোক এবং ২৯ জুন ফাইনাল আয়োজিত হোক। তাই দ্বিতীয় সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে না রেখে বাড়তি (২৫০ মিনিট) সময় বরাদ্দ করা হয়েছে।
রিজার্ভ-ডে না থাকায় দ্বিতীয় সেমিফাইনাল ভেস্তে গেলে কারা ফাইনাল খেলবে
যদি বৃষ্টির জন্য বাড়তি সময়ের মধ্যেও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আয়োজন করা না যায়, তাহলে সুপার এইটে যে দল পয়েন্ট তালিকায় ওপরে থাকবে, তারা ফাইনালের যোগ্যতা অর্জন করবে।
ভারতের গ্রুপে ‘এ’–তে রোহিত শর্মাদের প্রতিপক্ষ হিসেবে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ৫ জুন, প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
এএইচএস