আবাহনীর বাজে একদিন

ঢাকা আবাহনীর দিনটি আজ (শুক্রবার) খুব বাজে গেছে। দুপুরে এএফসি কাপ থেকে বাদ পড়ার সংবাদ। আর সন্ধ্যায় দুর্বল বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে ক্লাবটি। মাস খানেকের বেশি সময় অনুশীলন করার পরেও আবাহনী জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। এই ড্রয়ে ঢাকা আবাহনী শিরোপা লড়াইয়ে কিংসের চেয়ে পিছিয়ে পড়ল আরও।
চট্টগ্রাম আবাহনী ও শেখ জামালের পর এবার ঢাকা আবাহনীকে রুখে দিল বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে দুই বার গোল হজম করেও শেষ পর্যন্ত ম্যাচ ড্র করেছে তারা। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পুলিশ ২-২ গোলে ড্র করে ঢাকা আবাহনীর সঙ্গে। ফলে ফের পয়েন্ট খুঁইয়ে শিরোপা রেস থেকে আরও পিছিয়ে পড়ল আকাশী হলুদ শিবির।
ম্যাচের ৩৪ মিনিটে জুয়েল রানার গোলে এগিয়ে যায় আবাহনী। মিনিট সাতেক পর সেই গোল হজম করে ম্যাচে সমতা আনেন পুলিশের আইভরিকোস্টের ফরোয়ার্ড কুয়াকো ইয়াও। ৪৩ মিনিটে ফের আবাহনীকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে সিজোবা।
দ্বিতীয় লেগে প্রথম খেলতে নেমেই গোল করলেন সানডে। কিন্তু দুর্ভাগ্য আকাশী হলুদ শিবিরের। ৬০ মিনিটে সেই গোল শোধ দিয়ে আবারও ম্যাচে সমতা আনেন আইভরিকোস্টের সেই ফরোয়ার্ড কুয়াকো ইয়াও (২-২)। শেষে আর গোল করতে না পারায় ২-২ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে আবাহনী।
১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরেই থাকল আবাহনী। অন্যদিকে সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে পুলিশ।
এজেড/এমএইচ