গ্র্যান্ডমাস্টারদের পেছনে ফেলে শীর্ষে নীড়

৪৮ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে পঞ্চম রাউন্ড শেষে ফিদে মাস্টার মনন রেজা নীড় ৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছেন। আজ পঞ্চম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রেজা নীড় নিজ দলের আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিনকে পরাজিত করেন। ফিদে মাস্টার মনন রেজা নীড় সাদা ঘুঁটি নিয়ে ইতালিয়ান গেম পদ্ধতিতে খেলে ৩০ চালের মাথায় আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে জয়ী হন।
গতকাল চতুর্থ রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব নীড়ের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন। আজ রাজীব আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের কাছে হেরে শীর্ষস্থান চ্যুত হন। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবের ফ্রেঞ্চ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে উইনওয়ার বিশ্লেষন ধারায় খেলায় ৪১ চালের মাথায় জয়ী হন।
বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল তৃতীয় স্থানে।
টানা তিন রাউন্ড ড্রয়ের বৃত্তে থাকা গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান আজ বাংলাদেশ নৌবাহিনীর ফিদে খন্দকার আমিনুল ইসলামকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাদা ঘুঁটি নিয়ে কুইনস পন ওপেনিং পদ্ধতিতে খেলে ৪১ চালের মাথায় ফিদে খন্দকার আমিনুল ইসলামের বিরুদ্ধে জয়ী হন।
গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ সাদা ঘুঁটি নিয়ে কুইনস গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় ৭৯ চালের মাথায় ফিদে মাস্টার সেখ নাসির আহমেদের বিরুদ্ধে জয়ী হন। বরিশালের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী পল্লী সঞ্চয় ব্যাংকের অনত চৌধুরীকে, বাংলাদেশ বিমানের ফিদে মাস্টার নাইম হক রাজবাড়ী জেলার অমিত বিক্রম রায়কে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে ড্র করেন।
এজেড/এইচজেএস