সোমবার শুরু জামালদের কাতার মিশন

জুনে কাতারে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের বাংলাদেশের তিনটি ম্যাচ। সেই তিন ম্যাচের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডের। আজ (বৃহস্পতিবার) জাতীয় দল কমিটির সভায় এ নিয়ে আলোচনা হয়েছে।
ওই সভা শেষে জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমরা দলকে কাতারে আগেভাগে পাঠানো এবং সেখানে প্রস্তুতি ম্যাচ খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।’ কাতারের দুটি ক্লাব দলের সঙ্গে হওয়ার কথা প্রস্তুতি ম্যাচ।
বিশ্বকাপের বাছাইপর্বকে সামনে রেখে আগামী সোমবার থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক প্রস্তুতি শুরু হতে যাচ্ছে। ১২ মে পর্যন্ত খেলোয়াড়রা হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উঠার সুযোগ পাবে। সেখানে থেকেই শুরু হবে জামালদের আবাসিক প্রস্তুতি।
শুরুতে হবে করোনা পরীক্ষা। তারপর হেড কোচ জেমি ডে ও ফিটনেস কোচরা দলের দায়িত্ব নেবেন। ১০ মে জাতীয় দলের ব্রিটিশ কোচ ঢাকায় আসবেন। তার কোয়ারেন্টিন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করছে বাফুফে। কোচের কোয়ারেন্টাইন ও ফুটবলারদের নেগেটিভ রিপোর্ট পাওয়ার পরেই শুরু হবে মাঠের অনুশীলন।
মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ম্যাচ রয়েছে। যাদের খেলা শেষ তারা আগে ক্যাম্পে উঠবেন বাকিরা খেলা শেষে। কাতারে চূড়ান্ত দলে থাকা ২৫ জন খেলোয়াড় নিয়ে যেতে চাইছে বাফুফে। বসুন্ধরা কিংসের ফুটবলাররা এএফসি কাপ শেষে সরাসরি মালদ্বীপ থেকে যাবেন। আর বাকিরা যাবেন ঢাকা থেকে ২১ বা ২২ মে। মূলত কাতারেই হবে বাংলাদেশের মূল অনুশীলন।
কাতারে দুটি প্রস্তুতি ম্যাচের দলের সম্পর্কে কাজী নাবিল বলেন, ‘আমরা তাদেরকে অনুরোধ করেছি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়ে। শীর্ষ দুটি দলের সঙ্গে খেলতে চাই আমরা। যেন আমাদের প্রস্তুতিটা ভালো হয়।’
এজেড/এমএইচ/এটি