পাঁচ তারকায় সুইমিং-জিমে সময় কাটল জামালদের

কাতারে গিয়ে সাঁতার ও জিম করার অনুমতি ছিল না। এজন্য ঢাকাতেই ক্যাম্প করছে বাংলাদেশ। টানা তিন দিন মাঠে অনুশীলন করার পর আজ ব্রিটিশ কোচ জেমি ডে জামালদের বিশ্রাম দিয়েছেন। মাঠে অনুশীলন না থাকলেও পাঁচ তারকা হোটেল ইন্টার কন্টিনেন্টালে সাঁতার কেটে ও জিম করে সময় কেটেছে জামালদের।
পাঁচ বছর পর জাতীয় দলে ক্যাম্পে যোগ দিয়েছেন গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন। গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ইনজুরির জন্য দল থেকে সরে যাওয়ায় তিনি জায়গা পেয়েছেন। লিটন করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় দলের সঙ্গে অনুশীলন করেছেন একদিন।
আজ বৃহস্পতিবার সুইমিং ও জিম করে তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, ‘ভালো লাগছে অনেক দিন পর আবার জাতীয় দলের ক্যাম্পে আসতে পেরে। আমরা সবাই একসাথে আজ সুইমিং ও জিম করলাম। সবাই সুস্থ ও ফিট রয়েছি। কাতার সফরে আমাদের জন্য দোয়া করবেন।’
একদিন বিরতি থাকলেও আগামীকাল সকালে আবার অনুশীলনে নামছেন জেমি ডে’র শিষ্যরা। কাতার যাওয়ার আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই অনুশীলন চালিয়ে যাবেন তিনি। এর মাঝে একদিন হতে পারে অনুশীলন ম্যাচ।
এজেড/এটি