দুই প্রয়াত সাধারণ সম্পাদককে স্মরণ বাফুফের

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রথম পেশাদার সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চুর স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) আল মুসাব্বির সাদীর দশম প্রয়াণ দিবস। সিরাজুল ইসলাম বাচ্চুর মৃত্যুবার্ষিকী অবশ্য ৩১ মে।
দুইটি নিকটবর্তী সময়ে হওয়ায় আজ একই দিনে দু’জনের জন্য দোয়া-মাহফিলের আয়োজন করে বাফুফে। বর্তমান সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘দেশের ফুটবল ও ফেডারেশনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে সব সময় স্মরণ করি। আজ এক দিনে দু’জনের জন্য করা হলো। সামনে অন্য প্রয়াতদেরও স্মরণ করা হবে।’
বাফুফে ভবন সংলগ্ন আরামবাগ জামে মসজিদে বাদ আসর ফুটবলের দুই বিশিষ্ট ব্যক্তির জন্য দোয়া পড়া হয়। সিরাজুল ইসলাম বাচ্চু দেশের সবচেয়ে প্রাচীন ক্লাব ওয়ারীর সাধারণ সম্পাদক ছিলেন। ক্লাব থেকে পরবর্তীতে ফুটবল ফেডারেশনে যুক্ত হন। ফুটবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক ছিলেন অনেক দিন। ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বেও ছিলেন। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকও ছিলেন বেশ কয়েক বছর। কিডনি জটিলতায় ভোগার পর ২০১৫ সালে তিনি ইন্তেকাল করেন।
আল মুসাব্বির সাদী প্রায় দুই দশক ক্রীড়া সাংবাদিকতার পর ২০০৯ সালে বাফুফের প্রথম পেশাদার সাধারণ সম্পাদক হিসেবে যোগদান করেন। দেড় বছর দায়িত্ব পালনের পর অসুস্থ হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে ক্যান্সার ধরা পড়ে তার। ২০১১ সালের আজকের এই দিনে সবাইকে শোকে ডুবিয়ে মারা যান তিনি।
এজেড/এমএইচ