কী কথা হয়েছিল ট্রাভিস হেড ও মোহাম্মদ সিরাজের মাঝে
খেলেছেন ১৪০ রানের ইনিংস। অ্যাডিলেড টেস্টে ভারতকে কার্যত ছিটকে ফেলেছিল ট্রাভিস হেডের ওই এক দুর্দান্ত সেঞ্চুরি। এখন পর্যন্ত ভারত পিছিয়ে আছে ২৯ রানে। যদি হাতে আছে ৫ উইকেট। কিন্তু গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়া যেভাবে রাজত্ব করে এসেছে, সেটা ভাঙতে ভারতকে করতে হবে অবিশ্বাস্য কিছুই।
অ্যাডিলেইড টেস্টের দ্বিতীয় দিনের সবচেয়ে আলোচিত মুহূর্তেও বলতে গেলে পিছিয়ে আছে ভারত। মোহাম্মদ সিরাজ ট্রাভিস হেডের উইকেট পাওয়ার পর যেভাবে উদযাপন করেছেন, তাতে সমালোচনায় পড়তে হচ্ছে এই ভারতীয় পেসারকে। এমনকি সিরাজের নিজ দেশের কিংবদন্তি সুনীল গাভাস্কারও অনেকটাই বিরক্তি প্রকাশ করেছেন এই পেসারের প্রতি।
তবে দিনের খেলা শেষে ট্রাভিস হেডই জানালেন দুজনের মাঝে কী হয়েছিল। সাংবাদিকদের প্রশ্নের সামনে ট্রাভিস হেড জানালেন মূল ঘটনা। আউটের পর মূলত ভুল বোঝাবুঝি থেকেই এমন সমস্যার শুরু। আর হেড প্রশংসা করলেও তা বুঝতে পারেননি সিরাজ, ‘আউটের পরেই আমি সিরাজকে বলেছিলাম, বেশ ভালোই বল করেছ। কিন্তু সে বিষয়টাকে অন্যভাবে বুঝেছে। যেভাবে পুরো বিষয়টা প্রকাশ হলো, তাতে আমি কিছুটা হতাশ।’
এরপরেই ভারতকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন ট্রাভিস হেড, ‘যা হবার হয়ে গেছে। ওরা যদি এভাবেই প্রতিক্রিয়া দেখাতে চায় আর এমন করেই নিজেদের উপস্থাপন করে তাহলে আমাদের পক্ষ থেকেও তাইই হবে।’
আরও পড়ুন
ভারতকে পেয়ে অজি ব্যাটা ট্রাভিস জ্বলে ওঠা একেবারেই নতুন কিছু না। অস্ট্রেলিয়ার হয়ে সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই ট্রাভিস হেডই ছিলেন ম্যান অব দ্য ফাইনাল। ভারতকে কাঁদিয়েছিলেন তিনিই। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত হেডের সামনে বরাবরই যেন অসহায় ভারতের বোলাররা।
তারই এক নমুনা দেখা গেল অ্যাডিলেডের ডে-নাইট টেস্টে। ভারতের আগ্রাসী বোলিংয়ের বিপক্ষে করেছিলেন প্রতিআক্রমণের ব্যাটিং। শুরুর দিকে কিছুটা এড়িয়েই গিয়েছিলেন জাসপ্রিত বুমরাহকে। ৬৩ বলে করেছিলেন ফিফটি। সেসময় বুমরাহকে খেলেছিলেন মোটে ৫ বল। ক্রিজে থিতু হতে তার এই পরিকল্পনা কাজেও লেগেছিল।
— Prayag (@theprayagtiwari) December 7, 2024
৬৩ বলে পঞ্চাশ করার পরেই খেলেছেন আগ্রাসী হয়ে। ১১১ বলে পেয়ে যান শতকের দেখা। দিবারাত্রির টেস্টে এটি তার তৃতীয় শতক। গোলাপি বলের ক্রিকেটে তারচেয়ে বেশি শতক নেই আর কারোরই। শতকের পর ট্রাভিস হেড যেন আরও আগ্রাসী। মোহাম্মদ সিরাজের বলে আউটের আগে ১৪১ বলে ১৪০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই ব্যাটার।
জেএ