জমে উঠেছে ফেডারেশন কাপের কোয়ালিফায়ার লড়াই

প্রতি সপ্তাহের মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচ অনুষ্ঠিত হয়। ‘এ’ গ্রুপে আজ (মঙ্গলবার) দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে ব্রাদার্স ১-০ গোলে ফর্টিজকে এবং পুলিশ ২-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছে।
ফেডারেশন কাপে দশ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে কোয়ালিফায়ারে। আজ ড্র করলেই ফর্টিজের পরের পর্ব খেলা নিশ্চিত হতো। কিন্তু হারের পর এখন গ্রুপের অন্য দুই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ফর্টিজকে।
৪ ম্যাচ শেষে ফর্টিজ সাত পয়েন্ট নিয়ে সবার শীর্ষেই আছে। তিন ম্যাচে সমান ছয় পয়েন্ট বসুন্ধরা কিংস ও ব্রাদার্সের। পুলিশের পয়েন্ট ৪। শেষ ম্যাচে ব্রাদার্স ও কিংস নিজেদের ম্যাচে জিতলে ফর্টিজের বিদায় ঘটবে। দুই দল ভিন্ন দুই ম্যাচে ড্র করলে তিন দলের পয়েন্ট সমান, আবার কিংস ওয়ান্ডারার্সের বিপক্ষে ড্র করলে এবং পুলিশ জিতলে তাদের সঙ্গে কিংসের সমান ৭ পয়েন্ট হতে পারে। শেষ রাউন্ডে বেশ নাটকীয়তা অপেক্ষা করছে এই গ্রুপে।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মঙ্গলবার ব্রাদার্সের জয়ের নায়ক কাওসার আলী রাব্বি। ৩৬ মিনিটে সাজ্জাদ হোসেনের বাড়ানো পাসে গোল করেন রাব্বি। ফর্টিজ ম্যাচে ফেরার চেষ্টা করলেও ব্রাদার্সের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার দুর্দান্ত পারফরম্যান্সে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন।
দিনের অন্য ম্যাচে কিংস অ্যারেনায় ভালো শুরু করেছিল ঢাকা ওয়ান্ডারার্স। ৪০ মিনিটে পাওয়া পেনাল্টিতে মোহাম্মদ ইমন ঐতিহ্যবাহী ক্লাবটিকে এগিয়ে নেন। ৮৪ মিনিটে পুলিশকে সমতায় ফেরান মান্নাফ রাব্বি। এর দুই মিনিট পর জয়সূচক গোল করেন পুলিশের বদলি ফুটবলার এহসানুর রহমান।
এজেড/এএইচএস