ম্যাচে হেরেও যে কারণে রোহিতের সেঞ্চুরিতে তৃপ্তি পাচ্ছেন বাটলার!

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পায়নি সফরকারী ইংল্যান্ড। হেরেছিল ৪-১ ব্যবধানে। এবার তিন ম্যাচের ওয়ানডেতেও ইতোমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ খুইয়ে বসেছে জস বাটলারের দলটি। সাম্প্রতিক সময়ে তাদের ‘বাজবল’ ঘরানার ক্রিকেট সাফল্যের চেয়ে হতাশাই বেশি উপহার দিচ্ছে কি না সেই প্রশ্ন উঠেছে। তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং দেখে বাজবল ক্রিকেটকে ডিফেন্ড করার সুযোগ খুঁজে পেলেন বাটলার!
ইংলিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গতকাল (রোববার) রোহিত আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছেন। ভারতও ম্যাচটি জিতেছে ৩০৫ রানের লক্ষ্য তাড়ায়। ম্যাচ এবং সিরিজ হারের পরও নিজেদের খেলার ধরনে কোনো ভুল দেখছেন না ইংলিশ অধিনায়ক বাটলার। তার মতে বাজবল ঘরানার ক্রিকেট খেলেই রোহিত সেঞ্চুরি পেয়েছেন এবং চাপে থাকা যেকোনো ক্রিকেটারেরই তার থেকে শেখার আছে বলেও মন্তব্য করেছেন।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন রোহিত। ৭৫ বলে তিনি তুলে নেন ৩৩তম ওয়ানডে সেঞ্চুরি। ব্যাট করেছেন ১৩২.২২ স্ট্রাইকরেটে। বর্তমান ওয়ানডে ক্রিকেটে এভাবেই খেলা উচিৎ উল্লেখ করে বাটলার বলেছেন, ‘এখনকার সময় এবং বয়সে তিনি (রোহিত) প্রমাণ করেছেন যে, আধুনিক ৫০ ওভারের ক্রিকেটে কতটা ডায়নামিক ও আগ্রাসী ভঙ্গিতে খেলা উচিৎ। তার স্কোররেটই বলে দিচ্ছে আমরা যেভাবে খেলতে চাই, সেটাই সঠিক পদ্ধতি। এভাবে খেলেই ম্যাচ জয়ের চেষ্টা করতে হবে। রোহিত দেখিয়ে দিয়েছে আমাদের খেলার ধরনও সঠিক।’
— Sky Sports Cricket (@SkyCricket) February 10, 2025
সাম্প্রতিক সময়ে আগ্রাসী ব্যাটিংয়ে ভালো শুরুর পরও দ্রুত উইকেট হারানোয় সেভাবে কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না ইংল্যান্ড। তাদের পক্ষে ঝোড়ো ব্যাটিংয়ে ৪২ বলে ৬৯ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ তারকা জো রুট। এ ছাড়া বেন ডাকেটসহ আরও কয়েকজন ভালো শুরু পেয়েও ক্রিজে থিতু হতে পারেননি। বড় স্কোরের ইচ্ছা বা ক্ষুধা নেই বলেই ম্যাচটির মাঝে ইংলিশ দলটির সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। তার মতে– ক্রিকেটাররা ম্যাচ জয়ের চেয়ে বিনোদন দিতেই বেশি মনোযোগী!
এদিকে, সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুবই বাজে সময় পার করছিলেন রোহিত। এজন্য ভারতীয় এই অধিনায়ককে কম সমালোচনায় পড়তে হয়নি। সিরিজ শুরুর আগে তাকে রঞ্জি ট্রফিতেও একটি ম্যাচ খেলতে হয়েছিল। এরপর চাপের মুখে তার গতকালের ইনিংস দেখে সতীর্থ ক্রিকেটারদের শিখতে বললেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার, ‘এটি আমাদের জন্য দারুণ বার্তা যে, রোহিতের মতো কেউ চাপের মুখেও কীভাবে খেলেছে, আমাদেরও নিজেদের ওপর সেই আত্মবিশ্বাসটা তৈরি করা উচিৎ। লম্বা সময় ধরেই তিনি অসাধারণ ক্রিকেটার, উঁচুমানের ক্রিকেটার এমনই হয়ে থাকে, সেটাই দেখিয়েছে আজ (গতকাল)।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘যেকোনো সময়ই যখন আপনি সেরা ক্রিকেটারদের বিপক্ষে খেলেন, তারা এমনই পারফরম্যান্সই দেখাবে। আমি নিশ্চিত যে এই ইনিংস উভয় দলের ক্রিকেটাররাই দেখেছেন এবং তা থেকে শিক্ষা নেবে। তিনি দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন এবং দেখিয়েছেন কীভাবে রানের গতি বাড়া-কমায় ভারসাম্য করে চাপ কমানো যায়। একইসঙ্গে উল্টো চাপ তৈরি করা যায় (প্রতিপক্ষের ওপর)।’ ১২ ফেব্রুয়ারি আহমেদাবাদে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।
এএইচএস