বাফুফে সভাপতির কাছে ক্লাবগুলোর যত দাবি-অভিযোগ

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম লেগ শেষ হয়েছে। এখন চলছে মধ্যবর্তী দলবদল। এবারই প্রথম দলবদলের মধ্যে দ্বিতীয় লেগের এক রাউন্ড অনুষ্ঠিত হবে। চলমান লিগের নানা ইস্যু নিয়ে ক্লাবগুলো আজ (মঙ্গলবার) বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বাফুফে ভবনে সৌজন্য সাক্ষাৎ করেছে।
অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও ক্লাবগুলো ফুটবলে বিনিয়োগ করে চলছে। এর বিপরীতে ফেডারেশন থেকে ক্লাবগুলো তেমন আর্থিক সহায়তা পায় না। বিশেষ করে লিগে অংশগ্রহণ ফি নিয়ে ক্লাবগুলোর অনুযোগ অনেক। জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, ‘সংকটময় পরিস্থিতির মধ্যেও ক্লাবগুলো ফুটবলের জন্য ব্যয় করছে। অথচ ফেডারেশন থেকে ন্যূনতম সম্মানীর সূচক হিসেবে অংশগ্রহণ ফি পাওয়া যাচ্ছে না। প্রাইজমানি বকেয়া, ভেন্যু সমস্যাসহ লিগের নানা বিষয়ে আমরা সভাপতিকে অবহিত করেছি।’
প্রিমিয়ার লিগ পরিচালনা হয়ে থাকে মূলত লিগ কমিটির অধীনে। লিগ কমিটির চেয়ারম্যান বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানের কাছে এই অভিযোগ বা সমস্যা উল্লেখ না করে সরাসরি সভাপতির কাছে উত্থাপনের ব্যাখ্যা দিলেন ব্রাদার্সের ম্যানেজার আমের খান, ‘কয়েক সপ্তাহ আগে আমরা একটি চিঠি পেয়েছিলাম। যেখানে সভাপতি ও লিগ কমিটি চেয়ারম্যানের যৌথ স্বাক্ষরে ফেব্রুয়ারিতে দ্বিতীয় লেগে দুই রাউন্ড খেলার কথা বলা হয়। কিছুদিন পর আরেকটি চিঠি পেলাম, সেখানে শুধু ২১ ও ২২ ফেব্রুয়ারি এক রাউন্ড খেলার বিষয় উল্লেখ রয়েছে। সভাপতি যেহেতু ফেডারেশনের সর্বোচ্চ ব্যক্তি এবং তার স্বাক্ষরিত চিঠির পরও সিদ্ধান্ত পরিবর্তন হওয়াতে মূলত তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।’
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ গত দুই মৌসুম যাবৎ শুক্র-শনিবার অনুষ্ঠিত হয়ে আসছে। সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যানের যৌথ স্বাক্ষরিত চিঠিতে দ্বিতীয় লেগের প্রথম রাউন্ড ছিল ১৬ ও ১৭ ফেব্রুয়ারি, যা রবি ও সোমবার। সপ্তাহের এমন দিনে খেলা পড়েছিল শুনে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও বিস্ময় প্রকাশ করেছেন। ১৬ ও ১৭ ফেব্রুয়ারি লিগের ম্যাচ পরিবর্তনের জন্য ইজতেমার কারণ উল্লেখ করেছে ফেডারেশন। ক্লাবগুলো আজ সভাপতিকে জানিয়েছে, বিগত সময়ে ইজতেমার মধ্যেই ময়মনসিংহ ভেন্যুতে খেলা হয়েছিল।
বাফুফের লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। তিনি আবার দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসেরও সভাপতি। একটি ক্লাবের সভাপতি লিগ কমিটির চেয়ারম্যান হওয়ায় নিরপেক্ষতার বিষয়টি প্রাসঙ্গিকভাবে আসলেও মোহামেডানের ম্যানেজার নকীব অবশ্য অন্য ক্লাবগুলোর সম্পৃক্ততাও চেয়েছেন, ‘একটি ক্লাবের সভাপতি এমন দায়িত্বে থাকলে বিষয়টি আলোচনায় আসা অস্বাভাবিক নয়। লিগ কমিটি বিভিন্ন বিষয়ে ক্লাবগুলোর মতামত নিতে পারে। পরের মৌসুমের পরিকল্পনা হচ্ছে, এমনকি লিগের ফিকশ্চার কোন পদ্ধতিতে কিভাবে হচ্ছে সেটাও আমরা সুস্পষ্টভাবে জানি না। এই বিষয়গুলো ক্লাবগুলোর সম্পৃক্ততা থাকলে আরও স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত হয়।’
আরও পড়ুন
চলতি মৌসুম শুরু হয়েছিল কিংস অ্যারেনায় মোহামেডান ও বসুন্ধরা কিংসের ম্যাচ দিয়ে। সেই ম্যাচে কিংসের সমর্থকরা স্মোক ফ্লেয়ার ছোঁড়ায় খেলা ১০ মিনিট স্থগিত ছিল। মোহামেডান এ নিয়ে ফেডারেশনকে চিঠি দিলেও তিন মাসেও কোনো সিদ্ধান্ত আসেনি। আজকের আলোচনায় এই বিষয়টিও উঠে এসেছিল। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১০টি ক্লাব অংশগ্রহণ করছে। আজ বাফুফে সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসুন্ধরা কিংস, পুলিশ এফসি ও ফর্টিজের কোনো প্রতিনিধি ছিল না। বাকি সাত ক্লাবের কর্মকর্তারা তাদের সমস্যা ও দাবি-দাওয়া সভাপতির কাছে উত্থাপন করেছেন। বসুন্ধরা কিংস ও ফর্টিজের উপস্থিত না থাকার পাশাপাশি এই সাত ক্লাবের সভাপতির সঙ্গে বৈঠককে আবারও পক্ষপাতের কাঠগড়ায় দাঁড় করায় খানিকটা।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আগামীকাল পুনরায় লন্ডন সফরে যাচ্ছেন। ২৪ ফেব্রুয়ারি দেশে ফিরতে পারেন তিনি। দ্বিতীয় লেগের প্রথম রাউন্ড খেলার পর জাতীয় দলের প্রস্তুতির জন্য এক মাসের বিরতি। এই সময়ের মধ্যে তিনি ক্লাবগুলোর বিষয়গুলো সমাধানে উদ্যোগের আশ্বাস জানিয়েছেন।
বাফুফে সভাপতি ৭ ক্লাব কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ নিয়ে বলেন, ‘সাতটি ক্লাবের প্রতিনিধি আমার সঙ্গে সাক্ষাৎ করে চলমান ও ভবিষ্যতের কিছু বিষয়ে আলোচনা করেছে। আমরা এটি আলোচ্যসূচি আকারে শিগগিরই সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সভা করব।’
এজেড/এএইচএস