অনুশীলনে ছিলেন না বাবর, ভারত ম্যাচে একাদশে থাকবেন তো?

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাবর আজমের মন্থর ব্যাটিং তুমুল সমালোচিত হয়েছে। কিউইদের বিপক্ষে হারের পর টুর্নামেন্টে টিকে থাকতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই কার্যত। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন অনুশীলনই করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। এরপরই গুঞ্জন, চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে কি পাকিস্তান বাবরকে ছাড়াই প্রথম একাদশ তৈরি করছে?
শনিবার সন্ধ্যায় দলের অনুশীলন দেখতে দুবাইয়ের স্টেডিয়ামে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। তিনি দলকে যে কোনো মূল্যে ম্যাচ জেতার কথা বলেন। কোচ এবং অধিনায়কের সঙ্গে আলাদা করে কথা বলতেও দেখা গিয়েছে তাকে। শাহিন আফ্রিদি এবং হারিস রউফের সঙ্গেও কথা বলেছেন। দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, নকভি নিউজিল্যান্ড ম্যাচের প্রথম একাদশ নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
গোটা পাকিস্তান দল শনিবার সন্ধ্যায় অনুশীলন করলেও অনুপস্থিত ছিলেন একমাত্র বাবর, যা নজর এড়ায়নি গণমাধ্যমের। শুরু হয়ে যায় জল্পনা। তাহলে কি ফর্মে না থাকা বাবরকে বাদ দিয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নামবেন রিজওয়ানরা? অনুশীলনের পর সরাসরি এই প্রশ্ন করা হয় পাকিস্তানের অন্তর্বর্তী কোচ আকিব জাভেদকে।

বাবরের অনুশীলন না করা নিয়ে নির্দিষ্ট কোনও কারণ জানাননি পাকিস্তানের কোচ। তিনি শুধু বলেছেন, ‘বাবর বিশ্রাম নিয়েছে।’ জাভেদ প্রথম একাদশ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ফর্মে না থাকা বাবর কেন ভারতের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন বিশ্রাম নিলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম একাদশ নিয়ে পিসিবি প্রধান নির্দিষ্ট কোনও বার্তা দিয়েছেন কি না, তা-ও জানাননি তিনি। স্বাভাবিকভাবেই আজকেরম্যাচে বাবরের খেলা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
পরে সাংবাদিকদের নকভি বলেছেন, ‘দারুণ একটা ম্যাচ হবে বলে আশা করছি। আমাদের দল সম্পূর্ণ প্রস্তুত। ক্রিকেটারদের বলেছি, নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে সমালোচকদের জবাব দিতে। ম্যাচে আমরা হারি বা জিতি, দলের পাশেই থাকব।’ অধিনায়ক রিজওয়ানও ভারতের বিপক্ষে প্রথম একাদশ নিয়ে কোনো আভাস দেননি। বাবরের অনুশীলন না করা নিয়েও কোনো মন্তব্য করেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২০ রান তাড়া করার সময় ৯৪ বলে ৬৪ রানের ইনিংস খেলেন বাবর। ৬০ রানে ম্যাচ হেরে যায় পাকিস্তান।
এফআই