পিসিবিতে পালাবদলের আভাস, বোর্ডের বৈঠকে ডাক পেলেন যেসব তরুণ

ভরাডুবি থেকে যেন উত্তরণের পথই খুঁজে পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৩ সালের বিশ্বকাপ, ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ফলাফল ছিল নাজুক। এর মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ের পারফরম্যান্স নিয়ে বেশ ক্ষুব্ধ পিসিবি। নিজ দেশে ২৯ বছর পর আইসিসি ইভেন্টের আয়োজক হয়ে টুর্নামেন্টে পাকিস্তান টিকেছে মোটে ৬ দিন।
পাকিস্তানের এবারের ব্যর্থতা নিয়ে সরাসরি সংসদে আলোচনা হবে বলেও আওয়াজ উঠেছে। কোচ হিসেবে আকিব জাভেদের বরখাস্ত হওয়াটাও প্রায় চূড়ান্ত। এরইমাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নিতে শুরু করছে তারা। আর সেখানে আভাস মিলেছে পালাবদলের।
দেশটির গণমাধ্যম জিও নিউজের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর আসন্ন নিউজিল্যান্ড সফরে তরুণ মুখেদের প্রাধান্য দিয়ে দল সাজাতে চায় পিসিবি। আর সেজন্যে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা একঝাঁক তরুণ মুখেদের ডেকে নেয়া হয়েছে লাহোরে।

এরইমাঝে তাদের সঙ্গে বৈঠকও করে ফেলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। বৈঠকে খেলোয়াড়দের ফিটনেস, স্কিল এবং ডায়েট নিয়ে কথা বলেছেন। খেলোয়াড়রাও লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে তাদের সীমাবদ্ধতার কথা জানান। পাকিস্তানের একাধিক গণমাধ্যমের ভাষ্য, এই তরুণদের প্রাধান্য দিয়েই আসন্ন নিউজিল্যান্ড সিরিজের দল সাজানোর কথা ভাবছে পিসিবি।
আরও পড়ুন
কারা কারা ডাক পেয়েছেন এই বৈঠকে তাদের নামও জানা গিয়েছে। মহসিন নাকভির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মুহাম্মাদ আলী, আলী রাজা, আহমেদ দানিয়াল, নিসার আহমেদ, মোহাম্মদ ইবতিসাম, মোহাম্মদ সালমান, আফাক আফ্রিদি, আব্দুল সামাদ, সাদ মাসুদ, খাজা নাফে, মুয়াজ সাদাকাত, আরাফাত মিনহাস, মুবাশির খান, হায়দার আলী, হাসান নাওয়াজ, ফয়সাল আকরাম, তাহির বেগ এবং কাসিম আকরাম।
ডাক পাওয়াদের মাঝে সদ্য সমাপ্ত বিপিএলে ছিলেন তিনজন। চিটাগাং কিংস মাতিয়ে গিয়েছিলেন নাফে এবং হায়দার। আর ফরচুন বরিশালের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন মোহাম্মদ আলী।

এদিকে আসন্ন এই সিরিজে কারা বাদ যাচ্ছেন এমন আলোচনায় উঠে এসেছে বেশকিছু সিনিয়র তারকার নাম। যাদের মধ্যে বাবর আজম, শাহিন আফ্রিদি এবং হারিস রউফের নাম শোনা যাচ্ছে বেশ জোরেশোরেই। তবে, পাকিস্তান ক্রিকেটের এমনসব গুঞ্জন আর আলোচনার ঠিক কতখানি বাস্তবতার মুখ দেখবে, সেটাও আরেক আলোচনার বিষয়।
জেএ