আইপিএলে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে ইংলিশ ব্যাটার

কদিন আগেই কলকাতায় বায়ুদূষণের কারণে ‘বল দেখতে না পারার’ অভিযোগ করেছিলেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। এরপরেই তাকে নিয়ে চলেছিল ব্যাপক আকারের সমালোচনা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ হয়েছিলেন। যে কারণে সহসাই সমালোচনা পিছু ছাড়েনি তার। এরমাঝে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। এবারে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়ে সমালোচিত এই ইংলিশ ব্যাটার।
টুর্নামেন্ট শুরুর মাত্র ১২ দিন আগে হ্যারি ব্রুক সরে দাঁড়িয়েছেন আসর থেকে। তার এই বিদায়ে বেশ একটা ধাক্কাই খেতে হচ্ছে দিল্লি ক্যাপিটালসকে। আর টানা দ্বিতীয় মৌসুমে আইপিএল না খেলার সিদ্ধান্ত নেওয়ায় এবার দু’বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন ইংলিশ এই ব্যাটার।
আইপিএলের নিয়ম অনুযায়ী, নিলামে দল পাওয়ার পর কোনো যৌক্তিক কারণ ছাড়া খেলতে অস্বীকৃতি জানালে খেলোয়াড়কে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। আর নিয়ম মেনেই ব্রুকের এবারের সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
২০২৪ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল ব্রুকের। নিলামে তাকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এর আগের মৌসুমেও পারিবারিক কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করেছিলেন ব্রুক। এবারের সরে দাঁড়ানোর পেছনে জাতীয় দলের প্রস্তুতির কারণ দেখিয়েছেন ২৬ বছর বয়সী ব্যাটার। এক্স ও ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্ত জানিয়ে ব্রুক লিখেছেন, ‘আইপিএল না খেলার সিদ্ধান্ত সহজ ছিল না। আমি দিল্লি ক্যাপিটালস ও ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী। তবে দেশের হয়ে খেলা আমার অগ্রাধিকার।’
সম্প্রতি ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর ওয়ানডে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জস বাটলার। ধারণা করা হচ্ছে, নতুন অধিনায়ক হিসেবে ব্রুকের ওপরেই আস্থা রাখতে চলেছে ইংল্যান্ড বোর্ড।
ব্রুক মনে করেন, জাতীয় দলের ব্যস্ত সূচির জন্য এই সময়টায় বিশ্রাম জরুরি। আইপিএলের পরিচালনা পর্ষদ তার সিদ্ধান্ত পর্যালোচনা করে আগামী দিনগুলোতে নিষেধাজ্ঞা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে।