কাড়ি কাড়ি পারিশ্রমিকে ঝড় তোলেন নিলামে, আইপিএলে ‘ফ্লপ’ এসব তারকা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যেমন তারকা ক্রিকেটারের বহুল আধিক্য দেখা যায়, তেমনি তাদের ছাপিয়েও উঠে আসে নতুন কিছু প্রতিভা। তার মানে এই না যে অভিজ্ঞ ও তারকা ক্রিকেটাররা এই সময় তাদের পারফরম্যান্স থামিয়ে রাখেন। সেরকমটা না ঘটলে আইপিএলের চলমান অষ্টাদশ আসরে এখন পর্যন্ত চূড়ান্ত ব্যর্থ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে বেশ কয়েকজন তারকা। যাদের বেশিরভাগেরই পারিশ্রমিক ২০ কোটি টাকারও বেশি।
চলতি আইপিএলে এখন পর্যন্ত ৩১টি ম্যাচ শেষ হয়েছে। ন্যূনতম ৫টি করে ম্যাচও খেলেছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই। আর সেখানেই বেহাল চিত্র দেখা গেছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের পারফরম্যান্স গ্রাফে। এবারের আইপিএলের মেগা নিলামে ইতিহাসগড়া দাম সর্বোচ্চ ৩৮ কোটি টাকায় (২৭ কোটি রুপি) দল পেয়েছিলেন ঋষভ পান্ত। কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের এই অধিনায়ক এই আসরে নিজেকে হারিয়ে খুঁজছেন।
ঋষভ পান্ত (২৭ কোটি রুপি, ৭ ম্যাচে ১০৩ রান)
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার হওয়ার চাপটা হয়তো ভালোভাবেই টের পাচ্ছেন পান্ত। যে ভার তিনি এখনও সম্ভবত কমাতে পারেননি। ২৭ কোটি রুপিতে বিক্রির পর থেকেই হিসাব শুরু হয়েছিল যে, প্রতিটি ম্যাচ কিংবা বলে তার আয়টা কত দাঁড়াবে। তবে সেই স্বপ্নময় মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি। এখন পর্যন্ত অনুষ্ঠিত ৭ ম্যাচের ছয়টিতেই তিনি ব্যাট করেছেন। যেখানে ১৭.১৬ গড় এবং ১০৪ স্ট্রাইকরেটে পান্তের রান মাত্র ১০৩। এর মধ্যে একটি ম্যাচেই করেন ৬৩ রান।
রোহিত শর্মা (১৬.২৫ কোটি রুপি, ৫ ম্যাচে ৫৬ রান)
সাম্প্রতিক সময়টা ফর্মের নিরিখে রোহিত শর্মার জন্য বেশ অধারাবাহিক। জাতীয় দলেও এই চিত্রের কারণে তাকে কম সমালোচনা সইতে হচ্ছে না। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন গত বছর ফরম্যাটটিতে বিশ্বকাপ জিতে। তবে ওয়ানডেতে তার ব্যাটিং দেখেই বোঝা যাবে যে আগ্রাসী আর টি-টোয়েন্টি ঘরানার ফর্ম এখনও আগের মতোই দেখাতে পারেন। কিন্তু চলতি আইপিএলে তার কাছ থেকে কার্যকর কিছু পাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্স। ৫ ইনিংসে ব্যাট করে রোহিত সর্বোচ্চ করেছেন ১৮ রান। ১১.২০ গড়ে সবমিলিয়ে রানের অঙ্কটা দাঁড়ায় মাত্র ৫৬–তে।

যশস্বী জয়সওয়াল (১৮ কোটি, ৬ ম্যাচে ১৮২ রান)
তালিকার অন্য ক্রিকেটারদের চেয়ে যশস্বী জয়সওয়ালের পরিসংখ্যান তুলনামূলক ভালো। তবে তার অতীত আসরগুলোর পারফরম্যান্স ঠিক এর সঙ্গে মানানসই নয়। জাতীয় দলেও নিয়মিতই পারফর্ম করে আসছেন এই বাঁ-হাতি তরুণ ওপেনার। ফলে সেখানে তার জায়গাটি প্রায় পাকাপোক্ত। রাজস্থান রয়্যালসের হয়ে এবার ৬ ইনিংসে ব্যাট করে ৩০.৩৩ গড় এবং ১৩৯ স্ট্রাইকরেটে ১৮২ রান করেছেন জয়সওয়াল। করেছেন দুটি ফিফটি।
আরও পড়ুন
রবীন্দ্র জাদেজা (১৮ কোটি রুপি, ৭ ম্যাচে ৯২ রান ও ৪ উইকেট)
বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানান রবীন্দ্র জাদেজা। তবে অন্য ফরম্যাটে তার ফর্ম থেকে বঞ্চিত হয়নি ভারত জাতীয় দল। চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের দুর্দশায় সেভাবে সহায় হতে পারছেন না জাদেজা। ৭ ম্যাচে বল করেছেন মাত্র ১৬.১ ওভার। ১৩৮ খরচ করেছেন, ওভারপ্রতি প্রায় ১০-এর কাছাকাছি। বিনিময়ে ঝুলিতে উইকেট মাত্র ৪টি। এ ছাড়া ব্যাট হাতেও ১৮.৪০ গড়ে জাদেজা মাত্র ৯২ রান করেছেন।
মোহাম্মদ শামি (১০ কোটি রুপি, ৬ ম্যাচে ৫ উইকেট)
ইনজুরির কারণে এবারের আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল পেসার মোহাম্মদ শামির। ফলে আইপিএলে তার দামটাও হয়তো খুব একটা ওপরে উঠেনি। সেই শঙ্কা কাটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই টুর্নামেন্ট দিয়ে মাঠে ফেরার পরই এই ভারতীয় তারকার গতির ঝড় দেখা যায়। কিন্তু এবারের আইপিএলে স্বাভাবিক ছন্দে নেই শামি। পাঞ্জাব কিংসের বিপক্ষে চার ওভারে তিনি ৭৫ রান হজম করেছেন। যা আইপিএলে দ্বিতীয় বাজে বোলিং ফিগার। এখনও পর্যন্ত ২১ ওভার বল করে ২৩৩ রান দিয়েছেন। ওভারপ্রতি ১১–এর বেশি গড়। ৬ ম্যাচে উইকেটও মাত্র ৫টি।
এএইচএস