সাকিবের সঙ্গে তুলনা নিয়ে যা বললেন মিরাজ

ক্যারিয়ারের শুরু থেকেই নিচের দিকে ব্যাটিং করেন মেহেদি হাসান মিরাজ। অন্য দুই ফরম্যাটে সম্প্রতি প্রমোশন পেলেও টেস্টে এখনো লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করেন তিনি। তারপরও ২ বার সেঞ্চুরির দেখা পেয়েছেন। এই সংখ্যাটা আরো বাড়তে পারতো বলে মনে করেন মিরাজ।
আজ চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন মিরাজ। যেখানে পুরোটা সময় লেজের সারির ব্যাটারদের সঙ্গে নিয়ে খেলতে হয়েছে তাকে। শেষ পর্যন্ত তিন অঙ্ক ছুঁতে পেরে স্বস্তি তার।
তবে ক্যারিয়ারে আরো বেশ কয়েকবার এমন সুযোগ আসলেও সেগুলো হাতছাড়া করার আক্ষেপ তার কণ্ঠে। মিরাজে বলেন, 'অনেক সুযোগ ছিল শুরুতে। সেগুলো নষ্ট হয়ে গেছে। নাহলে ৪-৫টা থাকতে পারত হয়ত।'
সেঞ্চুরি এবং ৫ উইকেটের পর সাকিব আল হাসানের প্রসঙ্গ আসলে মিরাজ বলেন, 'ভাই একটা জিনিস দেখেন, আপনি যেটা বললেন সাকিব ভাইয়ের অর্জন অনেক বেশি আমরা জানি। এই প্রশ্নটা সবাই দেখি করে। সাকিব ভাই সাকিব ভাইয়ের রোল প্লে করেছে।'
'আমার ক্যারিয়ার শুরু হয়েছে বোলিং দিয়ে। পরে ব্যাটিংটা উন্নত করেছি। যেহেতু আমি ব্যাটিংটা পারি। চেষ্টা করেছি উন্নত করার। আমাদের দলের অনেক সাহায্য হয়েছে। আমি অবশ্যই সেভাবে নিজেকে গড়ার চেষ্টা করেছি। আমি নিজের মত করেই খেলতে চাই।'
নিজের অলরাউন্ড ভূমিকা নিয়ে মিরাজ বলেন, 'দেখেন একটা জিনিস যখন সাকিব ভাই ছিল ভিন্ন রোল ছিল। এখন ভিন্ন রোল। যেহেতু টিম ম্যানেজমেন্ট, সবাই ব্যাটিংয়ে আস্থা রাখে। আমিও ভেবেছি আমার ব্যাটিংটা গুরুত্বপূর্ণ। এখন হয়ত আমি লিডিং রোল প্লে করছি, আগে সাকিব ভাই করত। এখন আমাদের দায়িত্ব আরও বেশি। আমার মনে হয় এই দায়িত্ব আমার নেওয়া উচিত, পারফর্ম করা উচিত। অনেক সময় হবে অনেক সময় হবে না তবে প্রক্রিয়াটা যেন ঠিক থাকে।'
মুজারাবানির স্পেল নিয়ে মিরাজ বলেন, 'আপনারা এর আগে প্রশ্ন করেছিলেন আমার নাকি বাউন্সারে সমস্যা হয়। আজকে তো ৬ মেরে দিয়েছি। আজকে তো কিছু করতে পারেনি ওরা। আমি আগেও বলেছি বাউন্সারে আমি রানও করেছি। মাঝেমধ্যে হয়ত ভুল হয়ে যায়। বিশ্বের বড় বড় প্লেয়াররাও ভুল করে। যেহেতু সে ওভারটা করেছে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমি ভেবেছি ৬ মারব। ৬ মেরেছি।'
এসএইচ/এইচজেএস