বাদ পড়ার আগমুহূর্তে দলে নতুন বোলার নিল হায়দরাবাদ

এবারের আইপিএলে বড় রকমের প্রত্যাশা নিয়েই মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। বড় সব নামের ভিড় জমেছিল ২০১৬ আসরের চ্যাম্পিয়ন দলটিতে। কিন্তু আসল কাজটাই যেন করতে পারেনি প্যাট কামিন্সের দল। একের পর এক হারে তলানির দিকেই হাবুডুবু খাচ্ছে সানরাইজার্স। প্লে-অফের রেসে টিকে আছে, যদিও সেটা কেবলমাত্র কাগজে-কলমে।
বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদ আছে আইপিএল পয়েন্ট তালিকার নবম স্থানে। আর এক ম্যাচ হারলেই বাদ যাবে দলটি। বাকি থাকা সব ম্যাচ জিতলেও তাদের প্লে-অফ অনিশ্চিত। এমন অবস্থাতেই নতুন এক স্পিনারকে দলে টেনেছে সানরাইজার্স। রঞ্জি ট্রফিতে রেকর্ড গড়া বোলার হার্শ দুবে এখন তাদের দলের অংশ।
চোটের জন্য টুর্নামেন্টের শুরুর দিকেই ছিটকে গিয়েছিলেন তারকা স্পিনার অ্যাডাম জাম্পা। তার জায়গায় কর্নাটকের ২২ বছরের ব্যাটার স্মরণ রবিচন্দ্রনকে দলে নিয়েছিল হায়দরাবাদ। কিন্তু সম্প্রতি চোটের কারণে নেই তাকেও ছেড়ে দিতে হয়েছে। একেবারে শেষ সময়ে স্মরণের বিকল্প হিসেবে হার্শ দুবেকে দলে নিয়েছে হায়দরাবাদ। এই মৌসুমে রঞ্জি ট্রফিতে টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে বিদর্ভের হয়ে খেলেন ২২ বছর বয়েসী এই স্পিন অলরাউন্ডার। এই মৌসুমে রঞ্জি ট্রফিতে ১০ ম্যাচে নিয়েছেন ৬৯টি উইকেট। এটাই রঞ্জি ট্রফিতে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ড। ২০১৮-১৯ সালে আশুতোষ আমনের গড়া ৬৮ উইকেটের রেকর্ড ভেঙেছেন তিনি।
হার্শকে তার ভিত্তিমূল্য ৩০ লক্ষ টাকায় কিনেছে হায়দরাবাদ। বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি অফ স্পিন বোলিং করেন হার্শ। এখনও পর্যন্ত ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন এই অলরাউন্ডার, নিয়েছেন ৯টি উইকেট। ব্যাট হাতে করেছেন ১৯ রান। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০ ইনিংসে নিয়েছেন ২১ উইকেট। বোলিং গড় ৩৫ এর কাছাকাছি।
— SunRisers Hyderabad (@SunRisers) May 5, 2025
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কম যান না হার্শ দুবে। ঘরোয়া ক্রিকেটে মোট ৫৪ ম্যাচ খেলে ১২৭টি উইকেট পাওয়ার পাশাপাশি ৯৪১ রানও করেছেন।
জেএ