আইপিএল আয়োজনে আমিরাতের ‘না’, ইংল্যান্ড বলছে ‘সবসময় দরজা খোলা’

ভারত-পাকিস্তান চলমান সংঘাতের কারণে আসরের মাঝপথে স্থগিত করা হয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ।
দুই দেশের মধ্যকার এই অস্থিরতা বেশ দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই আইপিএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে চেয়েছিল ভারত। তবে বিসিসিআইয়ের এমন প্রস্তাবে রাজি হয়নি আরব আমিরাত, এমনটাই বলা হয়েছে ভারতীয় গণমাধ্যম জিও সুপারের প্রতিবেদনে।
সংযুক্ত আরব আমিরাত আইপিএল আয়োজন করতে আগ্রহী না হওয়ায় বিকল্প খুঁজছে বিসিসিআই। তাদের সম্ভাব্য বিকল্প হতে পারে ইংল্যান্ড। ক্রিকেটের জনপ্রিয় ম্যাগাজিন 'দ্য ক্রিকেটারের' এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইপিএল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইতোমধ্যেই বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছে ইসিবি। আইপিএলের জন্য ইংল্যাডের দরজা খোলা আছে বলে জানানো হয়েছে।
আইপিএলে এখনও লিগ পর্বে ১২টি ম্যাচ বাকি। সেই সঙ্গে বৃহস্পতিবার পাঞ্জাব-দিল্লি ম্যাচটি বাতিল হলেও তার পয়েন্ট ভাগাভাগি হয়নি। বোর্ড যদি পরে আইপিএল আবার আয়োজন করে, তাহলে এই ম্যাচটিও হতে পারে। সেই সঙ্গে প্লে-অফের চারটি ম্যাচ রয়েছে।
এইচজেএস