আইপিএলের কয়েক ম্যাচের ভেন্যু পরিবর্তন, ফাইনাল হবে না কলকাতায়

ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে এক সপ্তাহের বেশি সময় স্থগিত ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যুদ্ধবিরতির পর টুর্নামেন্টটির বাকি অংশ গত ১৭ মে থেকে শুরু হয়েছে। যদিও সেই সময় কেবল অবশিষ্ট লিগপর্বের সূচি ঘোষণা করেছিল আইপিএল কর্তৃপক্ষ। বলা হচ্ছিল প্লে-অফসহ ফাইনালের ভেন্যুতে পরিবর্তন আনা হতে পারে। অবশেষে তাই হলো, কলকাতার ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে দেওয়া হলো ফাইনাল।
মূলত প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির শঙ্কায় বদলে ফেলা হয়েছে কয়েক ম্যাচের পূর্বনির্ধারিত ভেন্যু। লিগপর্বে আগামী ২৩ মে বেঙ্গালুরুতে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হওয়ার কথা ছিল সানরাইজার্স হায়দরাবাদের। কিন্তু সেটি দক্ষিণ ভারতের লখনৌয় সরিয়ে নেওয়া হয়েছে। ফলে হায়দরাবাদ ও লখনৌ সুপার জায়ান্টসের (২৭ মে) বিপক্ষে নিজেদের শেষ দুটি ম্যাচই বিরাট কোহলির বেঙ্গালুরু ঘরের বাইরে খেলতে হবে। দুটিই হবে লখনৌর একানা স্টেডিয়ামে।
২৩ মে’র ম্যাচটি খেলতে হায়দরাবাদ দলের উড়াল দেওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। কিন্তু পরিবর্তিত সূচিতে তাদের লখনৌতেই অবস্থান করতে হচ্ছে। বেঙ্গালুরুর আবহাওয়াবিষয়ক বিভাগ পূর্বাভাসে জানিয়েছে– বৃহস্পতিবার পর্যন্ত প্রদেশটিতে ‘ঝোড়ো থেকে আরও ঝোড়ো বৃষ্টিপাতের’ সম্ভাবনা রয়েছে। এর আগে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বেঙ্গালুরুর সর্বশেষ হোম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। ওই সময় থেকে ওই প্রদেশের বেশ কিছু অঞ্চলে এখনও পানি জমে আছে।
আরও পড়ুন
প্লে-অফের চার ম্যাচের ভেন্যুও পুনঃনির্ধারিত হয়েছে। ২৯ মে চণ্ডিগড়ের মুল্লানপুরে হবে প্রথম প্লে-অফ ম্যাচ। পরদিনই একই মাঠে হবে এলিমিনেটর ম্যাচ। এরেপর ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার ও আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ফাইনাল আয়োজন করবে আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এর আগের সূচি অনুযায়ী আসরের চূড়ান্ত চারটি ম্যাচই হায়দরাবাদ ও কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আগামী ২৭ মে পর্যন্ত চলবে আইপিএলের লিগপর্ব। সংঘাত পরবর্তী আইপিএলের বাকি অংশের কেবল লিগপর্বের সূচি ঘোষণা করা হয়েছিল। তখনই বলা হয়েছিল প্লে-অফ ও ফাইনালের ভেন্যুতে পরিবর্তন আসতে যাচ্ছে। যেখানে কপাল পুড়ল বেঙ্গালুরু ও কলকাতার। যদিও কলকাতা ফ্র্যাঞ্চাইজির জন্য আক্ষেপটা তুলনামূলক কমই হতে পারে। কারণ তারা ইতোমধ্যে বিদায় নিশ্চিত করেছে চলতি আসর থেকে। এখন পর্যন্ত প্লে-অফে উঠেছে পাঞ্জাব কিংস, বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। বাকি একটি স্পট পূরণে লড়ছে মুম্বাই ও দিল্লি।
এএইচএস