‘টাকা থাকলে অনেক কিছুই হয়’, রাজার শিরোপা জেতানো ইনিংস নিয়ে ইমাদ

ভাগ্যিস, ইংল্যান্ড থেকে উড়াল দিতে পেরেছিলেন ঠিক সময়ে! ব্রেকফাস্ট করেছেন ইংল্যান্ডে, লাঞ্চ দুবাইয়ে আর ডিনার লাহোরে। সিকান্দার রাজার ভ্রমণটা অবশ্য সাধারণ ভাবা বেমানান। এই ভ্রমণের পরেই রাজা খেলেছেন ‘রাজার’ মতো করেই। ৭ বলে ২২ রানের ইনিংস খেলে পিএসএলের রাজত্বটা ফিরিয়ে দিয়েছেন লাহোর কালান্দার্সের কাছে।
২০২২ এবং ২০২৩ সালের পিএসএল জিতেছিল লাহোর। মাঝে ২০২৪ সালে শ্রেষ্ঠত্ব ধরে রাখা হয়নি। ২০২৫ সালে এসে ফের পিএসএল চ্যাম্পিয়ন হলো শাহিন আফ্রিদির দল। ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে দুর্দান্ত এক ফাইনাল জিতল পিএসএলের সবচেয়ে সফল দলটা।
অথচ, ম্যাচের একটা পর্যায়ে কোয়েটার হাত থেকে ম্যাচ বের করা যাবে, এমন ভাবাই ছিল দুষ্কর। মোহাম্মদ নাইম আর আবদুল্লাহ শফিকের আউটের পর ম্যাচটা অনেকটাই চলে গিয়েছিল কোয়েটার নিয়ন্ত্রণে। ভানুকা রাজাপাকসাও হয়েছেন ব্যর্থ। তবে কুশাল পেরেরা এবং সিকান্দার রাজার ভাবনায় ছিল ভিন্ন কিছু।
শেষ তিন ওভারে জয়ের জন্য লাহোরের প্রয়োজন ছিল ৪৭ রান। খুররম শেহজাদের ওভার থেকে ১৫ রান তোলেন দুই ব্যাটার। মোহাম্মদ আমিরের করা পরের ওভারের প্রথম বলে ৪ মারেন পেরেরা। এরপর পাকিস্তান পেসারের শেষ দুই বলে পেরেরার একটি করে চার ও ছয় নিয়ে হিসাব চলে আসে নাগালের মাঝে।
শেষ ওভারেও সহজ ছিল না সবকিছু। ৩ বলে দরকার ছিল ৮ রান। সিকান্দার রাজা এক ছক্কা এবং এক চারে মেলালেন সমীকরণ। পিএসএল ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ৩বার শিরোপা উঁচিয়ে ধরেছেন শাহিন আফ্রিদি।
রাজার এমন যাত্রাকে ইমাদ ওয়াসিম ব্যাখ্যা করলেন এভাবে, টাকা থাকলে এমন সম্ভব জিনিস অনায়াসেই সম্ভব হয়ে উঠে। তিনি বলেন, ‘শোয়েব আখতার যেমন বলেছেন— টাকা আপনার জন্য সবকিছুই করতে পারে। আপনি যদি টাকা পান তাহলে তো আপনি যাবেনই। আমি নিজেও অনেক ভ্রমণ করেছি। কখনও কখনও এক ম্যাচ শেষ হয়েছে এবং পরবর্তী দিনে অন্য আরেকটা ম্যাচ খেলেছি। আমি টানা ২৪ ঘণ্টায় ক্রমণ করেছি এবং সরাসরি ম্যাচ খেলতে নেমে গেছি। হ্যাঁ, টাকা থাকলে ভিন্ন অনেক কিছুই হয়।’
‘সিকান্দার রাজা দারুণ একজন খেলোয়াড়— সবশেষ কয়েক বছরে পুরো বিশ্ব জুড়ে সে ধারাবাহিকভাবে পারফর্ম করছে। এমনকি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতেও সে তাঁর নিজের দলের জন্য ট্রফি জিতেছে। মানুষ হিসেবে সে দারুণ একজন এবং পুরোদস্তুর টিম ম্যান। আমি তার সঙ্গে এবং বিপক্ষে খেলেছি। সাম্প্রতিক সময়ে সে যেভাবে পারফর্ম করছে আপনি তাকে অবশ্যই ম্যাচ-উইনার ডাকতে পারেন।’-যোগ করেন তিনি।
এইচজেএস