‘হামজার গোলে আনন্দ’

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতকাল বাংলাদেশ ২-০ গোলে ভূটানকে হারিয়েছে। হামজা চৌধুরি ও সোহেল রানা দুই জন দুই অর্ধে একটি করে গোল করেন। হামজা চৌধুরির বাংলাদেশের জার্সিতে প্রথম গোল আর সোহেল রানা অনেক দিন পর জাতীয় দলের জার্সিতে গোল করলেন।
আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ দলের অনুশীলন নেই। তাই ম্যাচের পরের দিন প্রতিক্রিয়ার জন্য টিম হোটেলেই মিডিয়ার ভীড় ছিল। দুপুরের পর ম্যানেজার আমের খান ও গতকাল ম্যাচের গোলদাতা সোহেল রানা মিডিয়ার মুখোমুখি হন।
বর্তমানে দলের অন্যতম সিনিয়র ফুটবলার সোহেল রানার গোলেই মূলত বাংলাদেশ দলের জয় সুনিশ্চিত হয়েছে। নিজের গোলের চেয়ে দলের জয়ই বড় করে দেখছেন তিনি। বলছেন, ‘আমার গোলের থেকে বাংলাদেশ দল গুরুত্বপূর্ণ। টিমের জন্য কিছু করতে পেরেছি এজন্য ভালো লাগছে। অনেক দিন পর জাতীয় দলে গোল করলাম।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, গতকাল ছিল হামজা চৌধুরির প্রথম হোম ম্যাচ। ঘরের মাঠে অভিষেক ম্যাচেই হামজা গোল পেয়েছেন। এটা বাংলাদেশের অন্য ফুটবলারদের জন্য আনন্দের। হামজা যেহেতু প্রথম খেলছে, প্রথম হোম ম্যাচেই গোল ও জিতেছে। এটা খেলোয়াড়দের জন্য আনন্দ।

গোলের পরের মুহূর্ত বর্ণনা করলেন এভাবে, ‘গোল করার পর সবাই অ্যাপ্রিসিয়েট করছে। আমরা যারা খেলোয়াড় আছি সবাই হামজার সঙ্গে ক্লোজলি ও ফ্রেন্ডলি মিশি। তিনি বিদেশে থাকেন মনে হয় না। মনে হয় বাংলাদেশি ছেলে, বাংলাদেশের কালচার- সেম আমাদের মতোই।’
ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের গতকাল অভিষেক হয়েছে। ফাহমিদুলকে নিয়েও বেশ প্রশংসা করলেন সোহেল। তিনি বলেন, ‘ফাহমিদুল ভালো পারফরম্যান্স করেছে। আবহাওয়া ও পরিবেশ নতুন হলেও খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পেরেছে।’
এদিকে কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম গতকালের ম্যাচ খেলেননি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবেন। সামিত আসায় বাংলাদেশের শক্তি আরো বাড়ছে। ‘সামিত সোম আসছে, আমাদের দল আরো দিনকে দিন শক্তিশালী হচ্ছে। ফিউচারে আরো (প্রবাসী) আসবে। দেশের ফুটবলের জন্য ভালো’, যোগ করেন সোহেল।
সোহলে রানা, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, সাদ উদ্দিন, রহমতসহ আরো কয়েকজনের জাতীয় স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা ছিল। চার বছর পর জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরেছে। এজন্য সিনিয়র ফুটবলারদের ছিল বাড়তি একটা রোমাঞ্চ। মোরসালিন, মিতুলসহ আরো অনেকের জন্য ছিল নতুন অভিষেকের মতো। কালকের ম্যাচটি ছিল মূলত সিঙ্গাপুরের আগে ঝালিয়ে নেওয়ার। তাই সিঙ্গাপুরের দিকেই পূর্ণ মনোযোগ বাংলাদেশ দলের। সোহেল বলেন, ‘গতকাল আমরা কোচের পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করতে পারিনি। অনেকটাই করেছি; আশা করছি আগামী কয়েক দিন সময় আছে এর মধ্যে আমরা প্রস্তুত হব।’
এজেড/এমজে