লেভানদোভস্কিকে চায় সৌদির ক্লাব, যা বলছে বার্সেলোনা

এবারের গ্রীষ্মকালীন দলবদলে খুব বেশি অর্থ খরচ করেনি বার্সেলোনা। অবশ্য ক্লাবটির আর্থিক অবস্থাও খুব বেশি সুবিধার নয়। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আনা হয়েছে মার্কোস রাশফোর্ডকে। এর বাইরে স্প্যানিশ গোলরক্ষক জোয়ান গার্সিয়া ও সুইস ফরোয়ার্ড রনি বার্ডোগিকে কিনেছে ক্লাবটি।
এই তিন ফুটবলারের আগমনে কাতালান ক্লাবের খরচ কিছু বেড়েছে। সেই বাড়তি অর্থ কি কোনো ফুটবলারকে বিক্রি করে তুলবে বার্সা? এরই মধ্যে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো ডেপার্তিভোর খবর, পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি বার্সার সঙ্গে চুক্তির শেষ মৌসুমে রয়েছেন। আর তাকে নেওয়ার জন্য মুখিয়ে আছে সৌদি আরবের বেশ কিছু ক্লাব।
সৌদি আরব থেকে বড় অঙ্কের প্রস্তাব এলে এবং সেখানে লেভানদোভস্কি যেতে চাইলে তাকে ছেড়ে দিতে পারে বার্সেলোনা। আক্রমণ ভাগে কোচ ফ্লিকের হাতে লেভানদোভস্কির বিকল্প হিসেবে এরই মধ্যে রাশফোর্ড, ফেরান তোরেস আর দানি ওলমো আছেন। তাই লেওয়ার চলে যাওয়া বার্সার দলীয় কম্বিনেশনে বড় প্রভাব ফেলার সম্ভাবনা কম।
অবশ্য ছত্রিশ বছরের লেভানদোভস্কি এসব ব্যাপারে প্রচণ্ড আবেগী। এর আগে পোল্যান্ড জাতীয় দলের কোচের সঙ্গে ঝামেলা বাধায় আন্তর্জাতিক ফুটবলই ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। পরে কোচ পাল্টিয়ে লেভানদোভস্কিকে দলে ফিরিয়েছিল পোলিশ ফুটবল সংস্থা। সে কারণে সৌদি আরব যাওয়ার ব্যাপারটি নিয়ে তার ওপর কোনো ধরনের চাপ দিতে চাইছে না বার্সা কর্তৃপক্ষ।
গত মৌসুমে চোট আঘাতের মধ্যে দিয়েই বার্সার হয়ে দারুণ পারফর্ম করেছিলেন লেভানদোভস্কি। ৫২টি ম্যাচ খেলে করেছিলেন ৪২ গোল। আর তাই শেষ মৌসুমে তাকে হয়তো বিরক্ত করতে চাইবে না বার্সেলোনা।
এএল