‘বাসায়’ প্রথম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিদে মাস্টার পরাগ

গত বছর প্রতিষ্ঠিত হয়েছে পন পাওয়ার চেস ক্লাব। ক্ষুদে দাবাড়ু রায়ান রশীদ মুগ্ধর বাসার একটি কক্ষে সম্প্রতি এই ক্লাবের নতুন ভেন্যু হয়েছে। বাসার মধ্যেই আয়োজিত প্রথম দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ফিদে মাস্টার মেহদী হাসান পরাগ।
নারায়ণগঞ্জের রূপায়ণ টাউনে অত্যন্ত মনোরম, আনন্দঘন পরিবেশে এবং সফলভাবে সমাপ্ত হয়েছে বাংলাদেশ ও ভারতের দাবাড়ুদের অংশগ্রহণে আন্তর্জাতিক রাউন্ড রবীন লীগ দাবা টুর্নামেন্ট। ১৫ আগস্ট থেকে শুরু হওয়া ৭ দিনব্যাপী ৯ রাউন্ডের এই প্রতিযোগিতায় ১০ জন দাবাড়ু অংশ নিয়েছিলেন।
ভারতের দুই দাবাড়ু শুভঙ্ক ও শুভজিৎ পন পাওয়ার চেস ক্লাবের ব্যবস্থাপনায় বেশ খুশি হয়েছেন। ঢাকা মহানগরের একটু বাইরে হওয়ায় পন পাওয়ার চেস ক্লাব আবাসনের ব্যবস্থাও রেখেছে। বাংলাদেশের দাবার কিংবদন্তী রাণী হামিদ ৮২ বছর বয়সে নারায়ণগঞ্জে এক সপ্তাহ থেকে এই টুর্নামেন্ট খেলেছেন। খেলার পরিবেশ ও ব্যবস্থাপনায় তিনিও বেশ সন্তুষ্ট।

আজ নবম রাউন্ডের খেলা শেষে অত্যন্ত দক্ষতার সাথে খেলে ৭ পয়েন্ট অর্জন করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন মেহেদি হাসান পরাগ। ৯ খেলায় সাড়ে ৬ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে প্রথম রানার-আপ হন ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আর দ্বিতীয় রানার আপ হন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল।
এই দাবা প্রতিযোগিতায় আরো খেলেন মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, ফিদে মাস্টার নাইম হক, জাতীয় অনূর্ধ্ব-১০ চ্যাম্পিয়ন রায়ান রশীদ মুগ্ধ, ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেন, ফিরোজ আহমেদ এবং ভারত থেকে খেলতে এসেছিলেন শুভঙ্কর মাইতি ও শুভ্রজিৎ দে।
বিজয়ীদের মোট ৪০ হাজার টাকা, ট্রফি পুরষ্কার প্রদান করা হয়। আসন্ন অক্টোবর মাসে পন পাওয়ার চেস ক্লাব আন্তর্জাতিক মাস্টার নর্ম টুর্নামেন্ট আয়োজন করতে প্রতিজ্ঞাবদ্ধ।
এজেড/এইচজেএস