দুঃসংবাদ পেল আর্জেন্টিনা ও ব্রাজিল

২০১৪ সালের পর প্রথমবার ফিফা ফুটবল র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে স্পেন। এ ছাড়া এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে কিলিয়ান এমবাপের ফ্রান্স। এই দুই দলের এক ধাপ করে উন্নতির বিপরীতে অবনমন হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। নম্বর ওয়ান থেকে তারা তিনে নেমে গেছে। একইভাবে দুঃসংবাদ পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও। এক ধাপ অবনতির পর তাদের বর্তমান অবস্থান ষষ্ঠ।
এ ছাড়া ছয় নম্বর থেকে এগিয়ে ব্রাজিলের জায়গা (পঞ্চম) দখল করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। এক ধাপ করে এগিয়েছে ক্রোয়েশিয়া ও ইতালি। এর মধ্য দিয়ে সাবেক চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ফিরল। ক্রোয়েশিয়ার অবস্থান নবম। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে অবস্থান করছে যথাক্রমে– স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, পর্তুগাল, ব্রাজিল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও ইতালি।
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে প্রায় সব দলই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছে। লাতিন অঞ্চলের (কনমেবল) বাছাই শেষ হলেও, ইউরোপের অনেক দেশই নতুন করে নেমেছে ২০২৬ বিশ্বকাপে ওঠার মিশনে। সেপ্টেম্বরে ব্রাজিল-আর্জেন্টিনা উভয়েই নিজেদের শেষ ম্যাচে যথাক্রমে বলিভিয়া ও ইকুয়েডরের কাছে হেরেছে। উভয়ের হারের ব্যবধান ছিল সমান (১-০)। আবার একই উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে কাকতালীয়ভাবে সমান ৩-০ ব্যবধানে জেতে ব্রাজিল-আর্জেন্টিনা। তবে শেষ ম্যাচে হারের ফল পেল র্যাঙ্কিংয়ে।
— FIFA World Cup (@FIFAWorldCup) September 18, 2025
এদিকে, সেপ্টেম্বরে বাছাইয়ের দুই ম্যাচে বড় জয় পেয়েছে ২০১০ বিশ্বকাপের শিরোপাধারী স্পেন। বুলগেরিয়াকে ৩-০ এবং তুরস্ককে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে তারা বাছাইয়ের মিশন শুরু করেছে। এ ছাড়া গত জুলাইতে শীর্ষ দশের বাইরে চলে যাওয়া ইতালি ৫-৪ ব্যবধানে ইসরায়েলের সঙ্গে থ্রিলার এবং এস্তোনিয়ার সঙ্গে ৫-০ ব্যবধানে জিতেছে।
আরও পড়ুন
এবারের ফিফা র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১০ ধাপ উন্নতি হয়েছে স্লোভাকিয়ার, একইসঙ্গে সর্বোচ্চ ২৫.৩১ পয়েন্টও পেয়েছে তারা। সর্বাধিক ৯ ধাপ অবনতি ঘটেছে জিম্বাবুয়ে ফুটবল দলের। আর সর্বোচ্চ পয়েন্ট (২৬.১৮) কাটা গেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের।
এএইচএস