শিক্ষা-অভিজ্ঞতা অর্জনে চীন রওনা বাফুফে একাডেমি দলের

আজ সন্ধ্যায় শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশ অ-১৭ দল নেপালের বিপক্ষে সাফ অ-১৭ টুর্নামেন্ট খেলবে। আজ রাতেই বাংলাদেশের আরেকটি অ-১৭ দল চীনের উদ্দেশ্যে রওনা হচ্ছে। চীনের লিজাংয়ে দ্বিতীয় তিয়ান লিউফাং কাপে খেলবে বাফুফে একাডেমির অ-১৭ পর্যায়ের খেলোয়াড়রা।
আজ বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির কোচ সাবেক জাতীয় ফুটবলার ইমাদুল হক খান বলেন, 'ছোটন ভাইয়ের ক্যাম্পে ৪০ জনের বেশি খেলোয়াড় ছিলেন। সেখান থেকে ২৩ জন সাফ খেলতে গেছেন। বাকিদের মধ্যে থেকে ১৮ জনকে চীনে নেয়া হচ্ছে। এটা ফুটবলারদের জন্য ভালো শিক্ষা ও অভিজ্ঞতা হবে।'
১৮ জনের স্কোয়াডে ৫ জন বিকেএসপির, ৩ জন শামসুল হুদা একাডেমির , একজন নোয়াখালীসহ বাকিরা বিভিন্ন একাডেমি থেকে এসেছেন।
বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী তার প্রতিষ্ঠান রেডিয়্যান্ট ফার্মাসিটিক্যালস থেকে এই সফরের পৃষ্ঠপোষকতা করছে। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি তার নিজস্ব অর্থায়নে পরিচালিত। সেই একাডেমির হেড কোচ ইমাদুল হলেও অন্য একাডেমির ফুটবলাররাও চীনের সফরে জায়গা পেয়েছেন। তাই দল নির্বাচনে স্বচ্ছতার বিষয়টি তুলে ধরেন বাফুফে নির্বাহী সদস্য মঞ্জুরুল করিম, 'শুধু শামসুল হুদা একাডেমি নয়, মেধাবী ও যোগ্য ফুটবলাররাই এই সফরে যাচ্ছেন। সামনে আমাদের এএফসি টুর্নামেন্ট রয়েছে। এই সফর এবং সাফে খেলা ফুটবলারদের মধ্য থেকে সমন্বয় করে একটি ভালো দল গঠন হবে।'
২০-২৮ সেপ্টেম্বর ১৬ দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আজ রওনা হওয়ার আগেও বাংলাদেশ দল প্রতিপক্ষ সম্পর্কে জানতে পারেনি। এ নিয়ে অবশ্য চিন্তিত নন কোচ, 'আমরা এখনো গ্রুপিং এবং প্রতিপক্ষ সম্পর্কে জানি না। তবে চীনের বয়স ভিত্তিক পর্যায়ের খেলোয়াড়রাও যথেষ্ট ভালো এবং মেধাবী হয় বলে জানি। আমাদের ফুটবলাররা নিজেদের সেরা খেলাটা খেলে ভালো একটি অভিজ্ঞতা ও ফলাফল অর্জন করবে এটাই প্রত্যাশা।'
এজেড/এইচজেএস