জায়ানকে ডাকা ও কিউবার না থাকা নিয়ে যা বললেন কোচ

সেপ্টেম্বর উইন্ডোতে বসুন্ধরা কিংস খেলোয়াড় ছাড়েনি। এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল। আজ ক্যাম্প শুরুর প্রথম দিন নির্ধারিত সময়ে কিংসের ফুটবলাররা রিপোর্টিং করেছেন।
আজকের ক্যাম্পে সবার নজর ছিল নতুন মুখ আমেরিকান প্রবাসী জায়ান আহমেদের উপর। বাংলাদেশ ফুটবলের সংস্কৃতি ছিল নতুন ডাক পাওয়া ফুটবলাররা মিডিয়ার সামনে আসতেন শুরুতেই। তবে হ্যাভিয়ের ক্যাবরেরা আসার পর সেই রীতির পরিবর্তন ঘটেছে। নতুন ফুটবলারদের প্রতিক্রিয়া জানতে গণমাধ্যমকে অপেক্ষা করতে হয় কয়েক দিন।
আজ ক্যাম্প শুরুর দিন হোটেলে মিডিয়ার সামনে এসেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা নিজেই। স্বাভাবিকভাবেই নতুন মুখ জায়ান আহমেদকে ডাকার কারণ জানতে চেয়েছে মিডিয়া। এ নিয়ে কোচের প্রতিক্রিয়া, 'জায়ান অ-২৩ টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করেছে। আমিও তাকে কয়েক দিন কাছ থেকে দেখেছি অ-২৩ দলের অনুশীলনে। তার আরো আন্তর্জাতিক এক্সপোজার দরকার। এজন্য তাকে দলের সঙ্গে ডাকা হয়েছে।’ জায়ান আহমেদ লেফট ব্যাক পজিশনে দারুণ পারফরম্যান্স করেছেন। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূইয়াও তার প্রশংসা করলেন, 'সে ভালো খেলেছে। তিনি আসায় দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে।'
জায়ান আহমেদের আগে বাংলাদেশের ফুটবলে আলোচিত ছিলেন সান্ডারল্যান্ডের ফুটবলার কিউবা মিচেল। সেই মিচেল এখন বসুন্ধরা কিংসের ফুটবলার। এএফসি চ্যালেঞ্জ লিগেও খেলেছেন। তবে কোচ ক্যাবরেরা তার প্রাথমিক স্কোয়াডে রাখেননি। এর কারণ সম্পর্কে বলেন, 'তার প্রতি আমি ইতিবাচক। তার আরো গেম টাইম প্রয়োজন।'
হংকং মিশনের জন্য বাফুফে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল। আজ সকালে আবার মোহামেডানের ডিফেন্ডার জাহিদ হোসেন শান্তকে যোগ করেছেন ক্যাবরেরা। এই বৃদ্ধির কারণ সম্পর্কে কোচ বলেন, 'ডিফেন্সে আমাদের আরো ব্যাক আপ প্রয়োজন সেই ভাবনায় শান্তকে ডাকা।'
মোহামেডানের ডাক পাওয়া ৬ ফুটবলার আজ ক্যাম্পে যোগ দেননি। গতকাল মৌখিকভাবে গণমাধ্যমে জানালেও আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। সেপ্টেম্বর উইন্ডোতে কিংস ফুটবলার না ছাড়ায় বয়স ভিত্তিক ফুটবলার ডেকে অনুশীলন পূর্ণাঙ্গ করা হয়েছে। মোহামেডানের ৬ ফুটবলার না ছাড়া নিয়ে ম্যানেজার আমের খান বলেন, 'আমরা এখনো সেই রকম বিকল্প কিছু ভাবিনি। তাদের সঙ্গে আলোচনা চলছে। দেখা যাক কি হয়। আগামীকাল থেকে অনুশীলন চলবে।'
আজ জাতীয় দলের ক্যাম্পে ২০ জন ফুটবলার যোগ দিয়েছেন। আগামীকাল ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামের আসার কথা রয়েছে। হামজা ৬ ও সামিত ৭ অক্টোবর যোগ দেবেন। ৯ অক্টোবর ম্যাচ হওয়ায় আগের দিন বাংলাদেশকে ২৩ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করতে হবে।
এজেড/এইচজেএস