১৩ বছর আগে কি আসলেই অধিনায়কত্ব হারানোর ভবিষ্যদ্বাণী করেছেন রোহিত?

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ওয়ানডে ফরম্যাটে সেরা অধিনায়ক রোহিত শর্মা। তার পরিসংখ্যানই এমন কথা বলছে। তার অধীনে ৫৬টি ওয়ানডে খেলে ভারত ৪২ ম্যাচে জিতেছে। অর্থাৎ, অধিনায়ক হিসেবে ফরম্যাটটিতে রোহিতের সাফল্য ৭৫ শতাংশ। বিশ্ব ক্রিকেটে রোহিতের ওপরে আছেন কেবল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ক্লাইভ লয়েড (৭৬.২ শতাংশ)। গতকাল (শনিবার) শেষ হয়েছে রোহিতের অধিনায়কত্ব।
দুই ভারতীয় তারকা রোহিত ও বিরাট কোহলির সামনে আন্তর্জাতিক ক্রিকেটে কেবল ওয়ানডে ফরম্যাটের দরজাটা খোলা রয়েছে। গতকাল অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত স্কোয়াডে তারা উভয়েই আছেন। তবে কেড়ে নেওয়া হয়েছে রোহিতের অধিনায়কত্ব। তিন ফরম্যাটেই ভারতকে নেতৃত্ব দেওয়া এই তারকা সবচেয়ে সফল ওয়ানডেতে। তার সেই অধ্যায় শেষ হওয়ার দিনেই ১৩ বছরের পুরোনো একটি পোস্ট ছড়িয়ে পড়েছে।
২০১২ সালের ১৪ সেপ্টেম্বর এক্স অ্যাকাউন্টে একটি টুইট করেছিলেন রোহিত। যেখানে তিনি লেখেন, ‘একটি অধ্যায়ের (৪৫) সমাপ্তি এবং আরেকটি অধ্যায়ের (৭৭) শুরু…’। দুটি নম্বর দিয়ে মূলত রোহিত জার্সিতে থাকা সংখ্যার প্রতি ইঙ্গিত দিয়েছেন। কাকতালীয় সেই দুটি সংখ্যা রোহিত ও শুভমান গিলের সঙ্গে মিলে গেছে। রোহিতকে সরিয়ে গতকাল ওয়ানডে দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে শুভমানের কাঁধে।
আরও পড়ুন
রোহিতের বর্তমান জার্সি নম্বর ৪৫ এবং শুভমান ৭৭ নম্বর জার্সি পরায় অনেকেই ১৩ বছরের পুরোনো সেই টুইটকে ভবিষ্যদ্বাণী বলে উল্লেখ করছেন। মজা কিংবা আলোচনার ছলে ৪৫ নম্বর থেকে অধিনায়কত্ব ৭৭ নম্বর জার্সিধারী পেয়েছেন বলেও মেলাচ্ছেন তারা। মূলত রোহিতের বর্তমান জার্সি নম্বর ৪৫ হলেও, এক সময় তিনি ৭৭ নম্বর পরে খেলতেন। সেই নম্বরের জার্সি বর্তমানে পরেন গিল। টেস্টের পর ভারতীয় দলের ওয়ানডের অধিনায়কত্বও এবার নতুন করে তাকে দেওয়া হয়েছে।
রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার ব্যাখ্যা দিয়ে ভারতীয় প্রধান নির্বাচক অজিত আগারকার বলেন, ‘রোহিত এবং কোহলির ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে তা তাদের সিদ্ধান্ত। তবে আমাদের দৃষ্টিকোণ থেকে বলতে পারি– তিনটি ভিন্ন ফরম্যাটে তিনজন অধিনায়ক নিয়ে চালিয়ে যাওয়া বাস্তবিক অর্থে অসম্ভব। তিন অধিনায়কের সঙ্গে কাজ করাটা নির্বাচক এবং কোচদের জন্যও কঠিন। রোহিতের সঙ্গে আমার কথা হয়েছে। এমন নয় যে না জানিয়েই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।’
এএইচএস