‘ক্রীড়া সাংবাদিকতায় হাতেখড়ি’ কর্মশালা অনুষ্ঠিত

ক্রীড়া সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিশ্বের প্রথম ক্রীড়া বিষয়ক সামাজিক যোগাযোগমাধ্যম গেমপ্লিফাই। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ আয়োজন ও বিজয়ীদের সনদ দেওয়া হয়।
‘ক্রীড়া সাংবাদিকতার হাতেখড়ি : খেলার গল্প, খবরে প্রাণ’- শীর্ষক এই কর্মশালায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন পাঁচ শতাধিক শিক্ষার্থী। লটারির মাধ্যমে সুযোগ পান ১৭০ জন। এ ছাড়া অনলাইনেও কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ ছিল। খেলাধুলার আইন-কানুন, পেশাদারিত্ব, রিপোর্টিং, ফিচার/সাক্ষাৎকার লেখার নিয়ম, বিশ্লেষণ, টিভি জার্নালিজম, স্ক্রিপ্ট রাইটিং, মোজো জার্নালিজম, অনলাইন জার্নালিজম সম্পর্কে নিজেদের অতীত অভিজ্ঞতা থেকে নানা পরামর্শ দেন দেশের অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।
বর্তমানে ক্রীড়া সাংবাদিকতার গুরুত্বের বিষয়টি তুলে ধরেন জনপ্রিয় পাক্ষিক ক্রীড়াজগতের সম্পাদক দুলাল মাহমুদ। অনলাইট প্ল্যাটফর্ম নটআউটনোমানের নোমান মোহাম্মদ আগামীর ক্রীড়া সাংবাদিকদের বৃত্ত ভাঙার মানসিকতা নিয়ে এই পেশায় আসার আহ্বান জানিয়েছেন। চ্যানেল-২৪ এর সাংবাদিক ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব সঠিক তথ্য প্রকাশের উপর গুরুত্ব নিয়ে আলোচনা এবং দেশ রুপান্তরের সাবেক সম্পাদক ও বিএসপিএর সাবেক সভাপতি মোস্তফা মামুন আগামী দিনের ক্রীড়া সাংবাদিকদের মাঠে যাওয়ার প্রতি আগ্রহী হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন গেমপ্লিফাইয়ের সিইও মাহফুজুর রহমান। যুক্তরাষ্ট্র থেকে ভিডিও বার্তার মাধ্যমে নিজের ভাবনা তুলে ধরেন গেমপ্লিফাইয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মশিউর রহমান। ভবিষ্যতেও এমন প্রশিক্ষণ এবং কর্মশালা আয়োজনের প্রত্যাশা করেছেন তারা।