১১ দিনে অ্যাশেজ জিতে ‘দর্শক’ হচ্ছেন কামিন্স

মাত্র ১১ দিন খেলেই অ্যাশেজ জয় অস্ট্রেলিয়ার। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ৮২ রানে জিতে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে তারা। ‘অসাধারণ’ জয়ের পর অধিনায়ক প্যাট কামিন্স বললেন, মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তার খেলার সম্ভাবনা কম এবং সিরিজেই হয়তো আর দেখা যাবে না তাকে।
পিঠের চোটে সাড়ে পাঁচ মাস পর প্রথম ম্যাচ খেলতে নেমে কামিন্স ছয় উইকেট নিয়েছেন। ভালোভাবে ম্যাচ শেষ করলেও তার জ ন্য টানা টেস্ট খেলা কঠিন। তিনি বললেন, ‘আমি সত্যিই ভালো বোধ করছি। (কিন্তু) সিরিজের বাকি সময়ের জন্য আমরা অপেক্ষা করব এবং দেখব। সিরিজ জিতে নিলাম, মোটামুটি কাজ শেষ এবং ঝুঁকির পুনর্মূল্যায়ন করতে হবে। আমরা আগামী কয়েক দিনে এটা নিয়ে কাজ করব।’
এরপর নিজের খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করলেন এই পেসার, ‘আমি মেলবোর্নে খেলা নিয়ে সংশয়ে, তারপর সিডনিতে খেলা নিয়ে আলাপ করব। কিন্তু সিরিজের আগে যখন ঝুঁকি নেওয়ার বিষয় ছিল, তখন আমি খেলার চিন্তায় ছিলাম। এখন কাজ শেষ, আমার মনে হয় এবার এনিয়ে কথা বলতে হবে।’
নিজের প্রত্যাবর্তন নিয়ে কামিন্সের কথা, ‘শেষ দুই মাস ছিল কঠিন। আমি নিজেকে সব সুযোগ দিয়েছিলাম। কিন্তু যখন এমন দিন আসে, দর্শকে ঠাসা গ্যালারির সামনে অ্যাশেজ জয়, তখন এটার মূল্য অন্যরকম।’
পার্থে অস্ট্রেলিয়া মাত্র দুই দিনে জয় পায়। ব্রিসবেনে জয় আসে চার দিনে। আর এবার পাঁচ দিন খেলে পাঁচ ম্যাচের অ্যাশেজ নিশ্চিত করল অজিরা।
এফএইচএম/