সবাইকে ছাপিয়ে হকির আমিরুল

ফুটবল, ক্রিকেটের ব্যস্ততায় দেশের অন্য খেলাগুলো খানিকটা আড়ালেই থাকে। তবে এবার যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স, বিশেষ করে সেখানে আমিরুলের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি সবাইকে ছাপিয়ে গেছে। ফুটবল-ক্রিকেটের বাইরে ২০২৫ সালে অন্য খেলার উল্লেখযোগ্য ঘটনাগুলো ফিরে দেখা যাক-
বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের, সর্বোচ্চ গোলদাতা আমিরুল
যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ এবারই প্রথম অংশগ্রহণ করছে। প্রথম অংশগ্রহণেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। অস্ট্রেলিয়া, ফ্রান্সের মতো শক্তিশালীর দলের বিপক্ষে অসাধারণ লড়াই করেছে। ১৭-২৪তম স্থান নির্ধারণী পর্যায়ে তিন ম্যাচ জিতে চ্যালেঞ্জার ট্রফি জিতেছে বাংলাদেশ।
যুব হকি বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছেন বাংলাদেশের খেলোয়াড় আমিরুল ইসলাম। তিনি চারটি ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। ১৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এবার তো বটেই, যুব হকি বিশ্বকাপে আগের কোনো আসরে এত গোল কেউ করতে পারেনি। বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের অন্য কোনো ক্রীড়াবিদের এমন কোনো স্বীকৃতি নেই।

জিমিকে বাদ দিয়ে বিতর্ক
বাংলাদেশের হকির অন্যতম কিংবদন্তি রাসেল মাহমুদ জিমি। ৩৭ বছর বয়সেও তিনি ফিটনেস সচেতন এবং অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে লড়েন মাঠে। সেই জিমিকে এএইচএফ কাপের প্রাথমিক দলে রাখেনি ফেডারেশন। ৩২ বছরের বেশি কাউকে দলে রাখবে না এমন অবস্থান ছিল ফেডারেশনের। যা ক্রীড়াঙ্গনে তীব্র সমালোচনা সৃষ্টি করে। গণমাধ্যম ও সাবেক খেলোয়াড়রা এ নিয়ে অনেক সমালোচনা করেছে। এরপরও ফেডারেশন জিমিকে দলে নেয়নি। জাতীয় ক্রীড়া পরিষদ জিমির বিষয়টি আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছিল।
এএইচএফ কাপে বাংলাদেশ বিগত আসরগুলোতে চ্যাম্পিয়ন হয়েছে। এবার ফাইনালেই উঠতে পারেনি। এরপরও এশিয়া কাপ খেলার সুযোগ পেয়েছে ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তান খেলতে না পারায়। এএইচএফ কাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন পুষ্কর ক্ষিসা মিমো। সেই মিমোকে আবার এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়। এশিয়া কাপের দলের সময়ও জিমিকে ডাকেনি।
নারী কাবাডিতে সাফল্য
জাতীয় খেলা কাবাডি। সেই কাবাডিতে ২০২৫ সালে নারী দলে সাফল্য এসেছে। এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিনশিপ ও বিশ্বকাপ নারী কাবাডিতে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। যুব এশিয়ান গেমসে বালক ও বালিকা উভয় বিভাগে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। এক দশক পর নারী কাবাডি বিশ্বকাপ আবার আয়োজন হয়েছে। বাংলাদেশ কাবাডি বিশ্বকাপ আয়োজন করেছে।

এশিয়ান আরচ্যারির সভাপতি চপল, আলিফের স্বর্ণ
বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল। তার মাধ্যমেই বাংলাদেশের আরচ্যারির বিকাশ ঘটেছে। টানা দুই বার সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। আরচ্যারির দক্ষ সংগঠক চপল এশিয়ান আরচ্যারির সভাপতি নির্বাচিত হয়েছেন। বিগত সময়ে তিনি এশিয়ান আরচ্যারির সহ-সভাপতি ছিলেন। এশিয়ান আরচ্যারি সভাপতি চপল হওয়ায় এর কার্যালয় ঢাকায় স্থানান্তরিত হয়েছে। এশিয়ান আরচ্যারির কংগ্রেসের পাশাপাশি ঢাকায় এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপও হয়েছে। বাংলাদেশ দুটি পদক পেয়েছে এশিয়ান আরচ্যারিতে। এশিয়া কাপ আরচ্যারিতে আব্দুর রহমান আলিফ স্বর্ণ জেতেন।
ফেডারেশনের কমিটি রদবদল ও বিতর্ক
২০২৫ সাল জুড়েই বিভিন্ন ফেডারেশনের কমিটি রদবদল হয়েছে। এই রদবদলে অনেক প্রশ্ন ও বিতর্ক জন্ম দিয়েছে। বিশেষ করে শুটিং, আরচ্যারি ও মহিলা ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে ক্রীড়াঙ্গনে। সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটির সঙ্গে ক্রীড়া প্রশাসনের দূরত্বও প্রকাশ হয়েছে একাধিকবার। ৫৫ ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশন ছিল। সার্চ কমিটির প্রস্তাবনায় ঘুড়ি, প্যারা আরচ্যারি ও খিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশন যথাক্রমে কান্ট্রি গেমস, আরচ্যারি ফেডারেশন ও কারাতে ফেডারেশনের সঙ্গে একত্রীকরণ হয়েছে।
সার্চ কমিটির ব্যক্তিরাই অলিম্পিকের বড় পদে
দেশের শীর্ষ ক্রীড়া প্রতিষ্ঠান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। সম্প্রতি বিওএ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সার্চ কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করা জোবায়েদুর রহমান রানা ও সার্চ কমিটির অন্যতম সদস্য মেজর ইমরোজ আহমেদ (অব) অলিম্পিকের মহাসচিব ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তাদের সুপারিশের ভিত্তিতেই মূলত ফেডারেশনগুলো গঠন হয়েছে। ফেডারেশনগুলোর প্রতিনিধিদের দিয়ে অলিম্পিকের সাধারণ পরিষদ গঠিত হয়। জাতীয় ক্রীড়া পরিষদ স্বার্থের সংঘাত নিয়ে অলিম্পিকের নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল।
শুটিংয়ে যৌন হয়রানির অভিযোগ
জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। এরপর ক্রীড়াঙ্গনে নারী নিপীড়নের বিষয়টি অনেক আলোচিত হয়। জাহানারার পরপরই শুটার এমা যৌন হেনস্তার অভিযোগ আনেন। এরপর সাবেক শুটার শারমিন আক্তার রত্না, বর্তমান শুটার কামরুন নাহার কলি সহ আরও অনেকে শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে অভিযোগ এনে চিঠি দেন ও গণমাধ্যমে বক্তব্য রাখেন। জাতীয় ক্রীড়া পরিষদের এটার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটি এখনো অবশ্য প্রতিবেদন দেয়নি।

দাবায় মহিলা আন্তর্জাতিক মাস্টার
দেশের সম্ভাবনাময় খেলা দাবা। ২০২৫ সালে দাবায় অনেক টুর্নামেন্ট ও প্রতিযোগিতা হলেও সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন ওয়াদিফা আহমেদের মহিলা আন্তর্জাতিক মাস্টার হওয়া। এশিয়ান জোনালে চ্যাম্পিয়ন হয়ে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। রাণী হামিদ, লিজা ও শিরিনের পর ওয়াদিফা চতুর্থ নারী হিসেবে মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছেন।
প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের একমাত্র সন্তান তাহসিন তাজওয়ার আন্তর্জাতিক মাস্টারের তৃতীয় নর্ম পেয়েছেন এই বছর। তৃতীয় নর্ম পেলেও আন্তর্জাতিক মাস্টার হতে কাঙ্খিত ২৪০০ রেটিং এখনো স্পর্শ করতে পারেননি। ২৪০০ রেটিং করতে পারলে তিনি আন্তর্জাতিক মাস্টার হতে পারবেন।
উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। ৫৯ বছর বয়সেও তিনি জাতীয় দাবা চ্যাম্পিয়ন হয়েছেন। এত বয়সে জাতীয় দাবা চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা বাংলাদেশে তো কম-ই অন্য দেশেও খুব একটা নেই।

টিটিতে জাভেদ-খৈ খৈ এর ইতিহাস
ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ মিশ্র বিভাগে রৌপ্য লাভ করে। জাভেদ আহমেদ ও খৈ খৈ মারমা দেশের হয়ে পদক জেতেন। টেবিল টেনিসে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। ওই গেমসেই উশুতে একটি ও ভারোত্তোলনে তিনটি পদক পায় বাংলাদেশ। সাফ অ্যাথলেটিক্সে রিলেতে পদক পেয়েছে বাংলাদেশ। সাতারু সামিউল ইসলাম রাফি সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক টুর্নামেন্টে পদক জিতেছেন।
এজেড/এফএইচএম