প্রথম ম্যাচেই ৪ উইকেট পাওয়া রিপনের চোখ জাতীয় দলে

রাজশাহী ওয়ারিয়র্স জয় দিয়ে বিপিএল শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায়। তারা আবার জয়ে ফিরল। নিজেদের তৃতীয় ম্যাচে গতকাল সিলেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপেসকে ৬ উইকেটে হারিয়েছে রাজশাহী। ম্যাচ জয়ে ১৩ রানে ৪ উইকেট নিয়ে দারুণ অবদান রেখে সেরা খেলোয়াড় হয়েছেন রিপন মন্ডল। সংবাদ সম্মেলনে এসে এই পেসার জানালেন তার স্বপ্নের কথা।
টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করে রিপন বলেছেন, ‘অবশ্যই বিপিএল আমার জন্য বড় একটা মঞ্চ। আমি যদি ভালোভাবে পারফর্ম করতে পারি, ইনশাআল্লাহ (জাতীয় দলে) সুযোগ আসবে। আমি সেই সুযোগের অপেক্ষাতেই আছি। সুযোগ আসলে আমি সেটা লুফে নেব।’
গত মাসে রাইজিং স্টার্স এশিয়া কাপে দলকে ফাইনালে তুলতে দারুণ ভূমিকা রেখেছিলেন রিপন। পাকিস্তান শাহিন্সের কাছে ফাইনাল হেরে রানার্সআপ হওয়া বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৫ ম্যাচে সর্বোচ্চ ১১ উইকেট নেন তিনি। ২২ বছর বয়সী পেসার ওই পারফরম্যান্সে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগাচ্ছেন, ‘আত্মবিশ্বাস তো থাকেই। একটা টুর্নামেন্টে আমি সর্বোচ্চ উইকেটশিকারি ছিলাম। এখান থেকে আত্মবিশ্বাস আরও বেড়েছে। যেভাবে শুরু করলাম তা আরও বেড়েছে। এখান থেকে ভালো করতে পারলে খুব ভালো হবে।’

প্রতি ম্যাচকেই শেষ সুযোগ হিসেবে দেখেন রিপন, ‘পরে কী হবে আমি জানি না। প্লেয়ার হিসেবে যেকোনো সময়ের জন্য তৈরি থাকতে হবে। কম্বিনেশনের জন্য অনেক সময় অনেক কিছু হতে পারে। এসব নিয়ে ভাবি না। সুযোগ পেলে আমি ভাবি এটাই আমার শেষ সুযোগ। সেভাবেই প্রস্তুত থাকি।’
পরের ম্যাচের একাদশে জায়গা পাওয়া নিয়ে তেমন দ্বিধা নেই যদিও এখন, ‘না, দ্বিধা নেই। আমি ভাবি আজকেরটা আজকে শেষ। পরে নামলে আবার নতুন করে শুরু করার চেষ্টা করব। আমার পরিকল্পনা থাকে সুযোগ পেলেই যেন শতভাগ দিতে পারি।’
এসএইচ/এফএইচএম